adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে বেশি সেঞ্চুরি থাকলেও যাদের শিরোপা জেতা হয়নি একটিও

স্পোর্টস ডেস্ক : ২. তারকায় ঠাসা দলও অনেক সময় সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে না। একা কেউ ম্যাচ বের করে আনতে পারেন না। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকেই দেখুন না। এই দলটিতে কি নেই? বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো বিশ্ব কাঁপানো তারকা নিয়েও একবারও শিরোপার মুখ দেখেনি দলটি।
অথচ তারকারা যে একদম ব্যর্থ হচ্ছেন, এমন নয়। পরিসংখ্যান বলছে, আইপিএলে সেঞ্চুরির সংখ্যায় সবার চেয়ে এগিয়ে এই ব্যাঙ্গালুরু। আইপিএলে এখন পর্যন্ত ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা সেঞ্চুরি পেয়েছেন ১২টি। তারপরও শিরোপাশূন্য।

৩. বিস্ময়কর ব্যাপার হলো, সর্বোচ্চ সেঞ্চুরির এই তালিকায় থাকা প্রথম তিন দলই এখন পর্যন্ত শিরোপার মুখ দেখেনি। কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা সেঞ্চুরি পেয়েছেন ১০টি। তিন নাম্বারে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যানরা পেয়েছেন ৮টি। তাদের সান্ত¡না ওই ব্যক্তিগত পারফরম্যান্সই।

৪. আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরি পাওয়া দলগুলোর তালিকা ও শিরোপা

১২-রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (শিরোপা নেই)
১০-কিংস ইলেভেন পাঞ্জাব (শিরোপা নেই)
৮-দিল্লি ডেয়ারডেভিলস (শিরোপা নেই)
৮-চেন্নাই সুপার কিংস (৩ শিরোপা)
৪-মুম্বাই ইন্ডিয়ান্স (৩ শিরোপা)
৪-রাজস্থান রয়্যালস (১ শিরোপা)
২-ডেকান চার্জার্স (১ শিরোপা)
২-রাইজিং পুনে সুপারজায়ান্টস (শিরোপা নেই)
১-কলকাতা নাইট রাইডার্স (২ শিরোপা)
১- সানরাইজার্স হায়দরাবাদা (১ শিরোপা) -কলকাতা২৪/জাগোনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া