adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পয়েন্ট হারিয়ে মন খারাপ আমলার

AMLAক্রীড়া প্রতিবেদক : দুই টেস্টে বৃষ্টির কারণে খেলতে না পারলেও তি হয়েছে দণি আফ্রিকার। আইসিসির হিসাব বলছে, সিরিজ শেষে আফ্রিকার ৫ রেটিং পয়েন্ট কমেছে। তারা এখন ১২৫ এ। আর এতেই মন খারাপ অতিথি দলের অধিনায়ক হাশিম আমলার।

‘সত্যিই এই বাস্তবতা বোঝা কঠিন। যদি এটা ১-১ ড্র হতো, খেলার যথেষ্ট সুযোগ পেতাম যেটার সত্যিকার প্রতিফলন মাঠে পড়ত, তাহলে হয়ত বোঝা যেত। হয়ত আইসিসি এই দিকটা দেখতে পারে। এমন কিছু থাকা উচিত যা ন্যায্য এবং সব দলকে সমান পাল্লায় মাপে। এ েেত্র (এই সিরিজে) আমাদের পয়েন্ট হারানো খুব অদ্ভুত মনে হচ্ছে আমার, খেলার সুযোগই পেলাম না! আমি নিশ্চিত, আইসিসি হয়ত এটা দেখবে।’  বলছিলেন আমলা।
সিরিজ শুরুর আগে দণি আফ্রিকা ১৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল। এখন ১২৫ হলেও সেই সবার উপরে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১১।
যদি বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতত, তবে ১১ রেটিং পয়েন্ট হারিয়ে আফ্রিকা আসত ১১৯ এ। আর ১-০তে হারলে ১২১ এ।

অন্যদিকে আফ্রিকা যদি ২-০তে জিতত, তবে বাংলাদেশ ১ পয়েন্ট হারিয়ে নেমে যেত ৪০ এ। সেেেত্র সফরকারীদের পয়েন্ট হত ১৩২। আর যদি ১-০ তে জিতত, তবে বাংলাদেশের পয়েন্ট হত ৪২, তাদের হত ১৩০। কিন্তু সিরিজ ড্র হওয়ায় ৫ পয়েন্ট কমল আফ্রিকার। আর বাংলাদেশের পয়েন্ট ছয় বেড়ে ৪৭ এ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া