adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাউদ ইব্রাহীম গ্রুপ হুমকি দিলো ভারত সরকারকে

DAUDআন্তর্জাতিক ডেস্ক : মুম্বাই হামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর হয়েছে। আর এতে ােব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার সহযোগীরা।

উাঁসি দেওয়ার ফল পেতেই হবে। ইয়াকুব মেমনের ফাঁসির পর এক সাাতকারে এভাবেই হুমকির সুরে কথা বললেন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ মুম্বই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত ছোটা শাকিল।

তার দাবি ভারত বিশ্বাসঘাতকতা করেছে। এরপর আর ভারতে ফিরবে না দাউদ। 'টাইমস অফ ইন্ডিয়া'কে দেওয়া সাাতকারে একথা বলেছে ছোটা শাকিল। ইয়াকুবকে আইনিভাবে খুন করা হল বলে ােভ প্রকাশ করে শাকিল।

ছোটা শাকিল আরও বলেছে, ইয়াকুবের মতো দাউদ ভাইও যদি ওই সময় ভারতে আসত তাহলেও তারও একই হাল হতো। সে আরও বলেছে, ভাই টাইগারের কাজের সাজা দেওয়া হল ইয়াকুবকে।

শাকিলের দাবি, ইয়াকুব আত্মসমর্পণ করেছিল। কিন্তু ভারত সরকার এেেত্র কথা রাখেনি। এ প্রসঙ্গে ছোটা শাকিল বলেছে, এর পরে আর ভারতের আধিকারিকদের কথায় আর কেউ বিশ্বাস করবে না। ভারত সরকারের প্রতিশ্র“তিতে কেউ আস্থা রাখবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া