adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদগাহে দু’গ্র“পের সংঘর্ষে আহত ৩০

NARAILডেস্ক রিপোর্ট : পূর্ব শত্র“তার জের ধরে নড়াইলের লোহাগড়ায় ঈদগাহ ময়দানে দু’গ্র“পের সংঘর্ষে কমপ¶ে ৩০ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিতসা দেয়া হয়েছে।
শনিবার সকালে ঈদের নামাজ শেষে লোহাগড়া উপজেলার হলদা গ্রামের ঈদগাহ ময়দানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্য¶দর্শীরা জানান, উপজেলার হলদা গ্রামের মোল্যা ও শেখ বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। বর্তমানে শেখ বংশের নেতৃত্বে হাবিব শেখ ও মোল্যা বংশের সাইফুল মোল্যা গ্রæপের মধ্যে কোন্দল চলছে। এর জের ধরে ঈদের নামাজ শেষে সাইফুল মোল্যার বাড়িতে আগুন ধরার খবরে প্রতিপ¶ের ওপর ¶িপ্ত হন সাইফুল সমর্থকরা। এ সময় হাবিব শেখের লোকেরা উত্তেজিত হয়ে পড়লে ঈদগাহ মাঠেই সংঘর্ষ শুরু হয়। এতে উভয়প¶ের অন্তত ৩০ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তিসহ প্রাথমিক চিকতসা দেয়া হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুতফর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিকেল পর্যন্ত কোনো প¶ের লোকজন থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া