adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যারিস্টার রফিকসহ ১৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ

7uvqd06y-e1407925680232নিজস্ব প্রতিবেদক : নাশকতার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
পল্লবী থানার বিশেষ ক্ষমতার আইনের ওই মামলায় সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলাটির চার্জশিট আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল, হাবিব উন নবী খান সোহেল, হাসান কমিশনার, মো. গোলাম মোস্তফা, ফরহাদ আলম ভূইয়া, মহিউদ্দিন সোহাগ, নওশাদ আলম, নুরুজ্জামান ওরফে নুর মোহাম্মাদ ওরফে নুরুল আমিন গাজী, নয়ন বাঙ্গালী, রাইসুল ইসলাম পবন, নুর সালাম ও মো. সানি।
চলতি বছরের ২৬ জানুয়ারি দুপুর পৌনে ৩টার সময় মিরপুর ১২ নম্বর থেকে যাত্রাবাড়ীগামী শিখর পরিবহনের একটি বাস পল্লবী থানাধীন সেকশন ১১ এর কেএফসি চাইনিজ রেস্টুরেন্টের সামনে এলে আসামিরা বাসটিতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করেন। ওই ঘটনায় ওই পরিবহনের চালক জাকির হোসেন মামলাটি দায়ের করেন।
মামলাটিতে গত ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন পল্লবী থানার এসআই আবু সাঈদ। মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং সেয়দা আসিফা আশরাফি পাপিয়াও আসামি। তারা অবশ্য জেলহাজতে রয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া