adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট ক্রিকেটের ১০ হাজারিরা অবসরে

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে বর্তমানে খেলা চালিয়ে যাওয়া কোন ব্যাটসম্যানের ১০ হাজার রান নেই। ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের অবসরের মধ্য দিয়ে ১০ হাজারি ক্লাবের শেষ খেলোয়াড় হিসেবে ব্যাট তুলে রাখেন।

বর্তমানে টেস্ট খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে বেশি রানের মালিক দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। আমলার রান ৯০২২। ৬৩৬৩ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের জো রুটের রান ৬২৭৯। চার নম্বরে থাকা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ৬১৯৯ রান করেছেন। এরপরেই অবস্থানেই আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই রান মেশিনের টেস্টে রান সংখ্যা ৬১৪৭।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ১৩ জন ব্যাটসম্যান দশ হাজারের ক্লাবে নাম লেখান। ভারতের শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনিল গাভাস্কার ভারতের হয়ে ১০ হাজারের ক্লাবে নাম লেখান। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, অ্যালান বর্ডার এবং স্টিভ ওয়াহ টেস্ট ক্রিকেটে ১০ হাজারি ক্লাবের সদস্য। শ্রীলঙ্কার দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে টেস্টে এই গৌরব অর্জন করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা ও শিবনারায়ণ চন্দরপলও এই ক্লাবের সদস্য। এছাড়াও পাকিস্তানের ইউনিস খান, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং ইংল্যান্ডের অ্যালিস্টার কুক এই ক্লাবের সদস্য ছিলেন।

ভারতের শচীন টেন্ডুলকার এখন পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক। ক্রিকেটের এই লিটল মাস্টারের রান ১৫ হাজার ৯২১। অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে এই তালিকায় শচীনের পরেই অবস্থান করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া