adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৬ বছরে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সেরা মেগাস্টার শাহরুখ খান। ৫৫ বছর পেরিয়ে মঙ্গলবার ৫৬ বছরে পা দিয়েছেন তিনি। কিং খানের এই বিশেষ দিনটি কেমন কাটবে, তা অনেকটাই নির্ভর করছিল ছেলে আরিয়ান খানের জামিন পাওয়া না পাওয়ার উপর।

কয়েক দফা চেষ্টার পর অবশেষে গত বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট থেকে বিশেষ কিছু শর্তে ও এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে শাহরুখপুত্রকে। কার্যত আরিয়ানের জামিনের পর থেকেই বলিউড বাদশাহর প্রাসাদসম বাংলো মান্নাতে উৎসবের আমেজ।

সামনের দীপাবলি এবং আজ ২ নভেম্বর শাহরুখ খানের ৫৬তম জন্মদিন। তবে এ বছর কোনো বার্থডে পার্টির আয়োজন করেননি কিং খান। যেকোনো অনুষ্ঠান সেলিব্রেশনে শাহরুখের জুড়ি মেলা ভার। তবে এবারের জন্মদিনটা বাড়ির সদস্যদের সঙ্গেই কাটাবেন তিনি।

কিন্তু ভক্তদের ভুলে যাবেন না রোমান্সের রাজা। প্রতিবারের মতো মঙ্গলবারও বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। তাদের শুভেচ্ছা গ্রহণ করবেন। একবার একটি সাক্ষাৎকারে কিং খানকে বলতে শোনা যায়, তাকে শাহরুখ খান বানিয়েছেন দর্শকরা। তাই জন্মদিনে ভক্তদের আশীর্বাদই সবচেয়ে বড় উপহার।

তবে শাহরুখ খান তার জন্মদিন সেলিব্রেট করতে না চাইলেও তার কাছের মানুষেরা কিন্তু জন্মদিনের একদিন আগে থেকেই শুরু করে দিয়েছেন সেলিব্রেশন। সোমবার থেকেই মান্নাতে আসতে শুরু করেছে একের পর এক গিফট। এছাড়া রাত ১২টার পর থেকেই শাহরুখকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বলিউড তারকারা।

১৯৬৬ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে জন্মেছিলেন বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী ও সর্বাধিক হিট সিনেমার মালিক শাহরুখ খান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমাটির মাধ্যমে। এর পরের ইতিহাস কে না জানে।

শাহরুখ খান তার ২৯ বছরের ক্যারিয়ারের সবচেয়ে বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন। বলিউড থেকে পেয়েছেন, কিং খান, বলিউড বাদশাহ, কিং অফ রোমান্স তকমা। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়া পেয়েছেন ‘পদ্মশ্রী’সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া