adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধোনিকে নিয়ে আজহার-সৌরভের তর্কাতর্কি

full_2025668199_1435069171স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে ভারত। এর মধ্যে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়ার মন্তব্য নিয়ে তোলপাড় চলছে ভারতে জুড়ে। তবে ধোনির ওই মন্তব্য নিয়ে দুই মেরুতে দেশটির সাবেক দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও আজহারউদ্দিন।
 
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কলকাতার দৈনিক আজকাল।
 
এতে বলা হয়েছে, গত রোববার দ্বিতীয় ম্যাচ হেরে ধোনি হঠাৎ করে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন, তিনি একদিনের ক্রিকেটেরও দায়িত্ব ছাড়তে চান। সত্যিই ধোনি এরকম কথা বলে ঠিক করেছেন? কী করা উচিত ধোনির? এ নিয়ে দুই মেরুতে ভারতের সাবেক দুই অধিনায়ক।
 
প্রতিবেদনে বলা হয়, 'আজ তক' টেলিভিশন চ্যানেলে একসঙ্গে আলোচনায় বসেছিলেন সৌরভ গাঙ্গুলি এবং মহম্মদ আজহারউদ্দিন। আগে জানতে চাওয়া হয়েছিল সৌরভের বক্তব্য। তিনি বলেন, 'বাংলাদেশের কাছে হারতে হয়েছে। কোনও ক্যাপ্টেনই এভাবে হারতে চায় না। স্বাভাবিকভাবেই ধোনিরও মন খারাপ ছিল। তাই আবেগের বশে বা রেগে গিয়ে এরকম বলে ফেলেছে। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে।'
 
এটা শুনে আজহার বলেন, 'দাদার সঙ্গে একমত হতে পারছি না। ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন যখন প্রেস কনফারেন্সে এসে কিছু বলছে, সেটা সারা দেশ শুনছে। সেখানে আবেগ থেকে কিছু বলা ঠিক নয়। মনে হয় না, ধোনিও আবেগ থেকে এরকম একটা কথা বলেছে। যদি সেটা করে থাকে, তবে দলের পক্ষে একেবারেই ভাল নয়। আর যদি সত্যিই দায়িত্ব ছাড়তে চায়, তবে অন্য কাউকে সুযোগ দেয়া উচিত।'
 
সত্যিই কি ধোনির সরে যাওয়া উচিত, এই প্রশ্নেও দু'জনে ভিন্নমত। সৌরভের বক্তব্য, 'সিরিজ হারার ঠিক পরের দিনই এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সময় নিয়ে ভাবা উচিত। এটা নিয়ে এখন ধোনিরও ভাবার সময় নয়, নির্বাচকদেরও ভাবার সময় নয়। সিরিজ শেষ হওয়ার পর ৮-১০ দিন যাক না। তার পর ধোনির ফিটনেস দেখা হোক। ও কী চায়, সেটা দেখা হোক।'
 
আজহারের বক্তব্য, 'ক্যাপ্টেনসি ছাড়লে ও উইকেট কিপার-ব্যাটসম্যান হিসেবে আরও ভাল খেলবে। আমি, সৌরভ দু'জনেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমাকে যখন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল, তার পর আমার ব্যাটিং আরও ভাল হয়েছিল। ওর ক্ষেত্রেও তা-ই হবে। তাই ওর সরে যাওয়া উচিত। ও সরলে দলের ভাল, ওর নিজেরও ভাল। এবার বদলের সময় হয়েছে। ক্রিকেটে আবেগের জায়গা নেই। ও অসাধারণ ক্যাপ্টেন। কিন্তু এবার সত্যিটা মানতে হবে। এর মধ্যে লজ্জার তো কিছু নেই।'

 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া