adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বাংলাদেশে নেই – তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news_imgডেস্ক রিপোর্ট : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক বাংলাদেশে নেই। তিনি স্বস্ত্রীক সৌদি আরবে অবস্থান করছেন। সেই মিলনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ আদেশ দেন।

মামলা এজহারে জানা যায়, ২০০৮ সালের ১ এপ্রিল চাঁদপুরের কচুয়া মনোহরপুর এলাকায় নির্বাচনী কার্যালয় ভাংচুরসহ চাঁদা দাবি ও হত্যার চেষ্টা করে মিলন ও তার লোকজন। পরে স্থানীয় বাসিন্দা আওলাদ সরকার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া ২০০৭ সালের ১ জুন কচুয়া উপজেলার কোয়া এলাকায় চাঁদা দাবি ও হত্যার চেষ্টার ঘটনায় আবদুল্লাহ আল মামুন মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. হেলাল উদ্দিন জানান, মামলার অন্যান্য আসামিরা উপস্থিত থাকলেও মিলন উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

উল্লেখ্য- এর আগেও চাঁদপুরের আদালতে মিলনের বিরুদ্ধে ৩টি মামলার ওয়ারেন্ট জারি হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদপুর আদালতে ৩৪টি মামলা রয়েছ। বর্তমানে মিলন স্বস্ত্রীক সোদৗআরবে অবস্থান করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া