adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামিম ও ইমরুলকে নিয়ে যা লিখেছে বিশ্ব মিডিয়া

newspaper1430582368স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের উন্নতির বিষয়টি নজর কেড়েছে গোটা বিশ্বের। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন টাইগাররা।
 
১৯৬০ সালে দুই ইংলিশ ব্যাটসম্যান কলিন কাউড্রে ও জিওফ পুলার দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ২৯০ রান করে বিশ্ব রেকর্ড করেন। ৫৪ বছর পর সেই পুরানো রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়লেন বাংলাদেশি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। আর তা নিয়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট এবং এই দুই ব্যাটসম্যান।
 
তা ছাড়া বর্তমানে ক্রিকেটের টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের এক নম্বর জায়গা দখল করে আছেন সাকিব আল হাসান। এর আগে একই সঙ্গে টেস্ট, ওয়ানডে, এবং টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান।
 
সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে ক্রিকেট বিশ্বকে জানান দিয়েছিল, বাংলাদেশ খুব দ্রুতই উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে।
 
এর আগে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করে বিশ্বমিডিয়ায় আলোচনায় এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ইতিমধ্যে ওয়ানডেতে পাকিস্তানকে বাংলাওয়াশ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ধবলধোলাই করে ফের আলোচনায় বাংলাদেশের ক্রিকেট।

 
এদিকে খুলনা টেস্টে ৩১২ রানের রেকর্ড জুটি গড়ায় বাংলাদেশের দুই ওপেনার তামিম এবং ইমরুলের প্রশংসায় পাকিস্তানের পত্রিকা ডন শিরোনাম করে লিখেছে,
Tamim, Imrul script historic fightback for Bangladesh
এ ছাড়া পাকিস্তানের আরেকটি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট ম্যাচ প্রসঙ্গে শিরোনাম করেছে,Cricket delights in Bangladeshs newfound resilience (ক্রিকেটে নবজাগরণে বাংলাদেশ উদ্বেল।)’
 
অন্যদিকে ইন্ডিয়ার সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ। এনডিটিভি শিরোনাম করেছে,
Tamim Iqbal, Imrul Kayes Thwart Pakistan With Record Stand (তামিম ইকবাল, ইমরুল কায়েস রেকর্ড করে পাকিস্তানকে রুখে দিল।)’
 
ভারতের আরেক জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস রেকর্ড সম্পর্কে শিরোনাম করে লিখেছে,
Tamim Iqbal, Imrul Kayes smash tons; Bangladesh register record opening stand (তামিম-ইমরুলের বিধ্বংসী সেঞ্চুরি; বাংলাদেশের উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড।)’
 
এ ছাড়াও যুক্তরাজ্যের স্পোর্টস টেলিভিশন স্কাই স্পোর্টস তাদের অনলাইন নিউজ পোর্টালে বাংলাদেশের উদ্বধোনী রেকর্ড নিয়ে শিরোনাম করেছে,
Bangladesh openers set national record against Pakistan.  (বাংলাদেশের ওপেনাররা পাকিস্তানের বিপক্ষে  রেকর্ড গড়েছে।)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া