adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন থেকে আসা ৩০২ বাংলাদেশি সুস্থ

নিজস্ব প্রতিবেদক : চীন থেকে আসা ৩০২ জন যাত্রীর সবাই সুস্থ আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে জানানো হয়েছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া ৭ জনের অবস্থা স্থিতিশীল আছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক অধ‌্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ৩১২ জন বাংলাদেশি বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাদের মধ্যে ৭ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) ভর্তি করা হয়েছে। দুজন সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রোগীর পরিবারের সদস্য, তারা রোগীর পরিচর্যাকারী হিসেবে সেখানে আছেন।

আশকোনাতে থাকা ৩০২ জনের করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি। পরবর্তীতে কোনো লক্ষণ দেখা দিলে সেনাবাহিনী ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিস্থিতি মোকাবিলার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ সম্পর্কে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। চীন থেকে ফিরে আসা বাংলাদেশি নাগরিকদের অভিভাবক ও পবিরারের সদস্যদের আতঙ্কিত না হওয়া এবং বিমানবন্দর ও আশকোনা হাজি ক্যাম্প এলাকায় অবস্থান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে অতিরিক্তি সচিব (প্রশাসন) হাবিবুর রহমানকে আহ্বায়ক ও ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মঈনুল আহসানকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া