adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির কৃত্রিম পায়ের হৈচৈ ফেলে দেয়া মূল্য

1428732913macimtnews24স্পোর্টস ডেস্ক : লিওনেল সেমিকে নতুন করে কোনো উপমা দিয়ে উপস্থাপন করার প্রয়োজন হয় না। ছোট একটি নাম মেসির মধ্যেই তার সবটুকু যেন ষোল আনায় রয়েছে। প্রশ্ন জাগতেই পারে মেসির মূল্য কত? কত কোটি মার্কিণ ডলার দিয়ে মেসির মূল্য বিবেচনায় আনা যাবে। 
সে প্রশ্নে না হয় নাই গেলাম। তবে  মেসির একটি নকল বা কৃতিম পায়ের মূল্য এখন বিশ্বমিডিয়ার শিরোনাম। এটি মেসির বাম পা। এর যে মূল্য সেটা রীতিমত হৈচৈ ফেলে দেয়ার মত।  আর যদি হয় লিওনেল মেসির বাম পা? তাহলে কিন্তু চিন্তার বিষয়। হ্যাঁ লিওনেল মেসির বাম পায়ের পাতা তৈরি হয়েছে স্বর্ণ দিয়ে। ২৫ কেজি স্বর্ণ দিয়ে!
যদিও তা মেসিকে উপহার দিতে তৈরি করা হয়নি। আর্জেন্টিনার এই ক্ষুদে ফুটবল ঈশ্বরের সবকিছুই সমর্থকদের কাছে আগ্রহের বিষয়। তার সে কারণেই, এই কাজ করেছে জাপানের এক অলংকার তৈরি প্রতিষ্ঠান। দাম? মাত্র ৫.২৫ লক্ষ মার্কিন ডলার!

তবে মেসির স্বর্ণের পায়ের পাতাটির বিক্রির অর্থ মেসি ফাউন্ডেশনের। এবং এর যাবে সুনামিতে ধ্বংস হওয়া জাপানের মানুষের পুনর্বাসনের জন্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া