adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এপ্রিলে নতুন ৯ ব্যাংকের ‘শূন্য’ রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক : যাত্রা শুরুর পর বেশ ক’মাস পার হলেও এখনও রেমিট্যান্স প্রবাহে যুক্ত হতে পারেনি নতুন নয়টি ব্যাংক। চলতি এপ্রিল মাসে এসব ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। ফলে ঋণ বিতরণ, আমানত সংগ্রহের মতো রেমিট্যান্স প্রবাহেও নাজুক পরিস্থিতিতে রয়েছে এসব ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনে দেশে ৭৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
যদিও এপ্রিলে দেশিয় মালিকানার মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, ফার্মার্স ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের মাধ্যমে আসেনি কোনো রেমিট্যান্স। অনাবাসী বাংলাদেশি মালিকানার এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল, এনআরবি গ্লোবাল ব্যাংকও রয়েছে শুন্য রেমিট্যান্স অবস্থায়।
এদিকে মাসের তিন সপ্তাহে আগত রেমিট্যান্সের পরিমাণকে ইতিবাচক বলেই মনে করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা। রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছরের ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ কম থাকলেও জানুয়ারির পর থেকে ফের ইতিবাচক অবস্থা দেখা যাচ্ছে।
মার্চ মাসে দেশে ১২৮ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। ফেব্র“য়ারিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১১৭ কোটি ৩১ লাখ ডলার।
এপ্রিলের ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৫ কোটি ২ লাখ ডলার। বিশেষায়িত চারটি ব্যাংকের মাধ্যমে আসে প্রায় ১১ লাখ ডলার। এছাড়া ৩৯টি দেশিয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৫১ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স আসে। আর বিদেশি ৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে প্রায় ৬৮ লাখ ডলার।
আলোচ্য সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৮ লাখ ডলার। এর পরের অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত খাতের অগ্রণী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৮২ লাখ ডলার। তৃতীয় অবস্থানে থাকা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৬১ লাখ ডলার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া