adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

news_img (1)ডেস্ক রিপোর্ট : ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বাংলাদেশের দুই গরু ব্যবসায়িকে হত্যা করেছে। যশোর বেনাপোল সীমান্তে আকু (৩১) ও শান্ত (৩৫) নামে ২ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে বিএসএফ। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শনিবার ভোর ৫টার দিকে সীমান্তের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভোর ৫ টার দিকে দৌলতপুর সীমান্তে দিয়ে একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু নিয়ে দেশে ফেরার পথে ঘোনারমাঠ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়লে ঘটনাস্থলেই ৫ জন গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধদের সঙ্গীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে। পরে হাসতাপালে নেয়ার পথে বেনাপোলের পুটখালি গ্রামের শান্ত ইসলাম ৪৫ ও একই গ্রামের আনিসুর রহমান আকু ২৭ মারা যায়। আহতদের মধ্যে সাইফুল ইসলাম ৩০, আলতাফ হোসেন ২৮ ও সবুজ হোসেন ৩৪ গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
বিজিবির পক্ষ থেকে বিএসএফর কাছে তাতক্ষণিকভাবে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনার পর থেকে দৌলতপুর সীমান্তে টানা টান উত্তেজনা বিরাজ করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া