adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ায় সেই রহস্যময় স্থাপনায় সাংবাদিক পেটালো সন্ত্রাসীরা

UKHIYA-50-shad-1জামাল জাহেদ কক্সবাজার : কক্সবাজারের  উখিয়ার কুতুপালং মধুরছড়ার সেই দুর্গম পাহাড়ের রহস্যময় স্থাপনার,ছবি তুলতে গিয়ে সশস্ত্র ব্যক্তিদের হাতে মঙ্গলবার সকালে একজন সংবাদকর্মীসহ ২ জন প্রহৃত হয়েছেন।বনভুমিতে নির্মাণাধীন রহস্যময় স্থাপনার সশস্ত্র পাহারাদাররা গাজী টিভির স্থানীয় সংবাদদাতা নজির আহমেদ সীমান্ত ও তার সঙ্গী জালাল মুন্নাকে দীর্ঘ ৬ ঘন্টা ধরে গাছের সাথে বেঁধে রেখে বেধড়ক পিটিয়েছে। এদিকে সংরক্ষিত সরকারি ১০/১৫ একর বনভুমি জবর দখল করে রাতারাতি এতিমখানা, হাসপাতাল ও একই ধরণের  ৪৫/৫০ টি সেমিপাকা রহস্যময় স্থাপনা গড়ে তোলার কাজে যোগসাজসের অভিযোগে স্থানীয় বনবীট কর্মকর্তা মোজাম্মেল হক সরকারকে মঙ্গলবার বহিস্কার করা হয়েছে। সেই সাথে বনভুমিতে অবৈধভাবে গড়ে তোলা রহস্যময় স্থাপনাগুলোও যে কোন সময় উচ্ছেদেরও প্রস্তুতি চলছে বলে স্থানীয় সরকারি সুত্রে জানা গেছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা ইব্রাহিম হোসেন এ প্রসঙ্গে জানান, কুতুপালং মধুরছড়া বনভুমিতে রাতারাতি গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলোর বিষয়ে অভ্যন্তরীন তদন্তে বনবীট কর্মকর্তার সাথে বনভুমিতে রহস্যময় স্থাপনা নির্মাণকারীদের যোগসাজসের প্রমাণ মিলেছে।
এ কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বন বিভাগের প্রাথমিক তদন্তে আরো জানা গেছে, কুতুপালং রোহিঙ্গা শিবির সংলগ্ন দুর্গম পাহাড়ে স্থানীয় রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর তত্বাবধানে এসব স্থাপনা গড়ে তোলা হচ্ছে। স্থানীয় বিএনপি কর্মী আবুল কাশেম, লায়লা বেগম, জোবায়ের ও মুফিজুদ্দিন জঙ্গীবাদী কয়েকটি এনজিওর অর্থায়নে ভুমিহীনদের নাম দিয়ে কৌশলে রোহিঙ্গাদের জন্য এসব স্থাপনার নির্মাণ কাজে জড়িত বলে এলাকায় প্রকাশ রয়েছে। এর আগেও স্থানীয় বিএনপি কর্মী এবং জঙ্গীবাদী এনজিওর স্থানীয় সমন্বয়কারি হিসাবে পরিচিত আবুল কাশেমের নেতৃত্বে এসব লোক মোহাম্মদ আলী ভিটায় তুর্কি এনজিওর অর্থায়নে এবং রোহিঙ্গা জঙ্গী সংগঠন আর,এস,ওর সহযোগিতায় স্থানীয় গ্রামবাসীর নাম ব্যবহার করে এতমিখানা ও মাদ্রাসা গড়ে তোলে।  স্থানীয় গ্রামবাসীর নাম দিয়ে গড়ে তোলা সেই এতিমখানায় এখন শতাধিক রোহিঙ্গা কিশোর এবং আরো ২০/২৫ জন রোহিঙ্গা শিক্ষক রয়েছে। অনুরুপ মধুরছড়া বনভুমিতে সশস্ত্র পাহারা বসিয়ে গত সপ্তাহ-তিনেক সময় ধরে গোপনে যে রহস্যময় আস্তানা গড়ে তোলা হচ্ছে এগুলোর ব্যাপারে যখন সরকারি বিভিন্ন সংস্থা তদন্ত করছে তখনই মাছকারিয়া ভুমিহীন সমিতির সদস্যদের নাম ব্যবহার করা হচ্ছে। এ প্রসঙ্গে রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সাংবাদিকদের জানান- ভুমিহীনরা তাদের জমানো জনপ্রতি ৬২ হাজার টাকা করে দিয়ে একটি করে সেমিপাকা ভবন নির্মাণ করছে বনভুমিতে। অথচ এই ভুমিহীন সমিতিটি রেজিষ্টার্ড কিনা, সমিতির ব্যাংক হিসাব আছে কিনা, বাতসরিক অডিট হয় কিনা এসবের কোন স্বচ্ছতার তথ্য নেই। নির্মাণ কাজে অভিজ্ঞ ব্যক্তিদের মতে রহস্যময় আস্তানার প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় কমপক্ষে তিন লাখ টাকারও বেশী। বন বিভাগ সুত্রে জানা গেছে, ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে চাহিদা পত্র দেয়া হয়েছে। সেই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রয়োজনীয় সরঞ্জামাদিও যোগাড় করা হচ্ছে। অপরদিকে মঙ্গলবার পাহাড়ের অবৈধ স্থাপনায় ঘটনার শিকার গাজী টিভির সংবাদদাতা ও টেকনাফ প্রেস ক্লাবের সহ সভাপতি নজির আহমেদ সীমান্ত সাংবাদিকদের জানান- মধুরছড়ার গহীন পাহাড়ে রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণ আস্তানা গড়ে তোলার সংবাদ পেয়ে তিনি সচিত্র সংবাদ সংগ্রহে সেখানে সকালে পৌঁছেন। তিনি পাহাড়ের গড়ে তোলা স্থাপনায় ক্যামেরা বের করে ছবি তোলার কাজ শুরু করার সাথে সাথে বাঁশি বাজিয়ে তাকে চারদিক থেকে ঘিরে ধরে নিয়ে যায় অস্ত্রধারীরা। এরপর তারা তাকে বেঁধে রেখে শারীরিকভাবে লাঞ্চিত করে। এতে তিনি গুরুতর আহত হন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেঁধে রেখে তাকে বিকাল ২ টার দিকে ছেড়ে দিলেও তার ক্যামেরা, মোবাইল সেট, টাকাসহ মানি ব্যাগে থাকা একটি ৭০ হাজার টাকার চেক ছিনিয়ে নেয়। তিনি আরো জানান, তাকে মুক্তি দেয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা বলে তোমার সকল মালামাল চেয়ারম্যান জাহাঙ্গিরের কাছ থেকে বুঝে নিবে। মধুরছড়ার পাহাড়ী এলাকা থেকে কোন রকমে উখিয়া উপজেলা সদরে ফিরে এসে এঘটনার ব্যাপারে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উখিয়া থানার উপ পরিদর্শক গোবিন্দ শুক্ল দাশ এ প্রসঙ্গে বলেন-তিনি সংবাদকর্মী নজিরের অভিযোগ পেয়েছেন। এটা নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে গাজী টিভির টেকনাফ প্রতিনিধি ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি নজির আহমেদ সীমান্তকে শারীরিকভাবে লাঞ্চিত করায় তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িত সশস্ত্র জঙ্গিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি প্রদানের দাবী জানিয়েছে টেকনাফ প্রেস ক্লাব।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া