adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে তদন্ত করবে আইসিসি

news_img (2)স্পোর্টস ডেস্ক : গত ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি নিয়ে আইসিসি তদন্ত ও বিশ্লেষণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।

পাপন জানান, বিসিবি আনুষ্ঠানিক আপত্তি জানানোর পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন এই আশ্বাস দিয়েছেন।
 
ওই ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ ১০৯ রানে পরাজিত হয়। ম্যাচটিতে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ওঠে। বিশেষ করে ৪০তম ওভারে রুবেল হোসেনের একটি ফুলটস বলে ‘নো’ ডাকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশসহ পুরো ক্রিকেট বিশ্বেই। মাহমুদুল্লাহর আউট ও একটি এলবিডব্লিউ নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে।
বিসিবি জানিয়েছে, প্রাথমিকভাবে এই চিঠিতে আইসিসি সাড়া দিয়েছে। ম্যাচটির প্রতিটি বল আইসিসি বিশ্লেষণ করে দেখবে বলে আশ্বাস দেন রিচার্ডসন। বিশ্লেষণের ফল বিসিবিকে জানানো হবে  পাপন জানান, ওই ম্যাচের আম্পায়ারিং নিয়েই শুধু প্রশ্ন তুলেছে বিসিবি, প্রতিপক্ষ ভারতকে নিয়ে নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া