adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সা-রিয়াল মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম এলক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত হলো। ক্যাম্প ন্যুয়ে আগামী ২৪ অক্টোবর শনিবার হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচটি।

লা লিগা লিগ কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ডাগআউটে এটিই হবে জিনেদিন জিদান ও রোনাল্ড কোমানের প্রথম সাক্ষাৎ। গত অগাস্টে কিকে সেতিয়েনকে বরখাস্ত করে ডাচ কোচ কোমানকে নিয়োগ দেয় বার্সেলোনা।

গত মৌসুমে লিগে ক্যাম্প ন্যু স্পেনের ঐতিহ্যবাহী দুই দলের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। ফিরতি ম্যাচে গত ১ মার্চ সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল জিতেছিল ২-০ গোলে। এরপর আর দেখা হয়নি তাদের।

গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে রিয়ালের চেয়ে একদিন বেশি বিরতি পাচ্ছে বার্সেলোনা। শনিবারের ক্লাসিকোর আগে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফেরেন্সভারোসের বিপক্ষে খেলবে কোমানের দল। পরদিন নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে রিয়াল।

আন্তর্জাতিক বিরতির আগে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন্স রিয়াল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান পাঁচ নম্বরে। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া