adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টয়লেটে আটকা হাত ছাড়াতে ফায়ার সার্ভিস!

TOILETআন্তর্জাতিক ডেস্ক : সাধারণত বড় ধরণের কোনো দুর্ঘটনা বা আগুন নেভাতে ফায়ার সার্ভিস বাহিনী এগিয়ে আসে। কিন্তু আমেরিকার হাউস্টনের নিউ ক্যানি শহরে ব্যতিক্রম এক ঘটনা ঘটেছে। টয়লেটে আটকা পড়া হাত ছাড়াতে ছুটে আসতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের!

গ্রাসি হেন্ডারসন নামে এক নারী নতুন বাসা নিয়েছিলেন। নতুন বাসায় তার টয়লেট পরিষ্কার করার প্রয়োজন ছিল। কিন্তু টয়লেট পরিষ্কারের ব্রাস ছিল না। খালি হাত দিয়েই টয়লেট পরিষ্কার করার সিদ্ধান্ত নেন গ্রাসি। আর এতেই ঘটে বিপত্তি। টয়লেটের বেসিনে আটকে যায় হাত।

অনেক চেষ্টা সত্ত্বেও বেসিনে আটকে যাওয়া হাত বের করতে পারছিলেন না গ্রাসি। কোন উপায় না পেয়ে কল করেন ফায়ার সার্ভিসকর্মীদের। দ্রুত ছুটে আছে ফায়ার সার্ভিস বাহিনী। 

ফায়ার সার্ভিস কর্মীরা বাসায় এসে পরে ওই নারীকে টয়লেটের বেসিনসহ বাড়ির বাহিরে নিয়ে যান এবং চীনা মাটির ওই বেসিন ভেঙে গ্রাসির হাত মুক্ত করেন।

এই দৃশ্য অনলাইনে আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া