adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ বছরে পর্যটন খাত থেকে ৩০০০ কোটি ডলার আয় করবে ইরান

2c75f119729c473d8989fa9bda23842a_XLআন্তর্জাতিক ডেস্ক : ইরান ২০ বছরের মধ্যে পর্যটন খাত থেকে তিন হাজার কোটি ডলার আয় করার পরিকল্পনা করেছে। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন সংস্থার পরিচালক মাসুদ সোলতানিফার এ কথা জানিয়েছেন।
ইরান বর্তমানে বাতসরিক ছয় থেকে সাড় ছয়শ ডলার সমপরিমাণ অর্থ পর্যটন খাত থেকে আয় করে। ২০১৩ সালে পর্যটন খাত থেকে বিশ্ব আয় করেছে ৬.৫ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে ০.৫ ভাগ মাত্র দাঁড়িয়েছে ইরানের আয়। প্রাচীন সভ্যতার লীলাভূমি এবং প্রাকৃতিক নানা বৈচিত্র্যের দেশ ইরানের পর্যটন খাতের আয় ৩ শতাংশে পৌঁছানো উচিত বলে মনে করেন মাসুদ সোলতানিফার। আগামী ২০ বছরে ইরানে ২ কোটি পর্যটন আকর্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ খাত থেকে ইরান বছরে তিন হাজার কোটি ডলার আয়ের পরিকল্পনা করেছে।
ইউনেস্কোর তালিকায় ঠাঁই পাওয়া বিশ্ব হেরিটেজ সাইটের মধ্যে১৭টি ইরানে অবস্থিত। এ ক্ষেত্রে ইরানের অবস্থান এশিয়ায় ৪র্থ এবং মধ্যপ্রাচ্যে প্রথম।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া