adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী – সংলাপ কি আকাশে হবে!

sheikh-hasina_22-400x288নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উনি এখন সংলাপ সংলাপ করে যাচ্ছেন। ফোন করলে গালি শুনব, ছেলে মরলে বাড়ির সামনে গেলে যেতে পারব না। গেটে তালা। সংলাপ কি আকাশে হবে! ওনার সাথে কিসের সংলাপ! যিনি খুনি, যার হাতে রক্ত, যার হাতে মানুষ পোড়ার গন্ধ, তার সঙ্গে কিসের সংলাপ। যে ছোট শিশুকে পুড়িয়ে মেরেছে, অন্তঃসত্ত্বা মাকে পুড়িয়ে মেরেছে, যার কাছে মানুষের কোনও মূল্য নেই, যে জঙ্গিদের নেতা, তার সঙ্গে কীসের সংলাপ?’
শনিবার রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি-জামায়াতের পেট্রলবোমা ও সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত পেশাজীবী মহাসমাবেশে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উনি আন্দোলনেও ব্যর্থ। জনসমর্থন নিয়ে আন্দোলন করতে পারেন নাই। আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন ছিল জনসম্পৃক্ত। জনগণ রাস্তায় নেমে এসেছিল। গণজাগরণ সৃষ্টি হয়েছিল। যার ফলে খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল। সেটা উনি বলে গেছেন। জনগণই তাকে পদত্যাগ করিয়েছিল। কারণ উনি জনগণের ভোট চুরি করেছিলেন।

তিনি বলেন, আজকে উনি জনগণের ওপর প্রতিশোধ নিতে চান। ওনার ভুল সিদ্ধান্তের খেসারত হিসেবে। কেন? বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে  ছিনিমিনি খেলা এত সোজা না। বাংলাদেশের মানুষকে নিয়ে আর কত ছিনিমিনি খেলবেন। অন্তত আমি বেঁচে থাকলে মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না।
শেখ হাসিনা বলেন, মানুষ এখন সব জানে সব দেখেন। বসে বসে উনি যতই ঘোষণা দিক না কেন? তাই উনি আন্দোলনের ডাক দিলেন কিš‘ তাতে জনগণকে সম্পৃক্ত করতে পারেন নাই। কারণ জ্বালাও পোড়াও মানুষ খুন করা, জঙ্গিবাদের মত কাজ করা কোনও মানুষ সমর্থন করে না। উনি যাদের মুখাপেক্ষী হয়েছিলেন তাদের সাড়াও পান নাই। না উত্তর না পশ্চিম। কোনও দেশই ওনাকে সারা দেন নাই। কোনও মহলও সাড়া দেয় নাই। ওনার ওই জঙ্গি রুপ দেখে কেউ সাড়া দিতে পারেন নাই। মানুষ পুড়িয়ে মারা কেউ সমর্থন করতে পারে না।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি আরও বলেন, আমি ওনাকে পরামর্শ দেব। ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। ওনার স্থান ওই জায়গাতেই। আর তা যদি না যায় তাহলে সরকার কোর্টের রায় মানতে বাধ্য।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া