adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিরিয়ায় দু’পক্ষের সংঘর্ষে ৮০ জনের মৃত্যু

2015_09_14_15_21_00_KpAysOlQ9P2F3aJhUb6VdwyPLvhTrt_originalআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর দামেস্কর উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে বিদ্রোহী এবং সরকার বাহিনীর সংঘর্ষের ষষ্ঠ দিনে ৮০ জন নিহত হয়েছে। রোববার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস পর্যবেক্ষণ সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘর্ষের ফলেই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুটি প্রধান ইসলামি জঙ্গি গোষ্ঠী রাজধানীর বাইরের তিনটি এলাকায় আক্রমণ করেছে। হারাস্তা, দাহিয়াত এবং আদ্রা কারাগারের আশেপাশের এলাকা দখল করে নিয়েছে দ্য জাইশ-আল-ইসলাম এবং ফাইলাক আল শাম গোষ্ঠী।

পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, ‘৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘর্ষে ৪৬ বিদ্রোহী এবং সরকার বাহিনীর ৪১ সদস্য নিহত হয়েছে।’ বুধবার জয়েস আল-ইসলাম আদ্রা কারাগারে আকস্মিক হামলা চালিয়েছে বলে জানা গেছে। সিরিয়ার বৃহত্তম ওই কারাগারে বহু বিরোধী নেতা অবস্থান করছিল।

বিদ্রোহীরা কারাগারের দুটি ভবনে মহিলা বন্দীদের যে অংশে রাখা হয়েছিল সেগুলো দখল করেছিল। কিন্তু পরে বিদ্রোহীদেরকে ফিরে যেতে বাধ্য করে সরকার বাহিনীর সদস্যরা। এর আগে দামেস্ক শহরের বাব তুমা জেলায় ১ জন নিহত হয়েছে এবং আরো ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছিল পর্যবেক্ষণ সংস্থাটি।

জাইশ-আল-ইসলাম সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীরা প্রায়ই শহরের পেছনের ঘাঁটি থেকে দামেস্কতে রকেট হামলা চালায়। ২০১১ সালের মার্চ থেকে সরকার বিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হওয়া সংঘর্ষে সিরিয়ায় এ পর্যন্ত ২ লক্ষ ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া