adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রহস্যমানব মূসা বিন শমশের বইমেলায়

Musaডেস্ক রিপোর্ট : বাংলাদেশে বংশোদ্ভূত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অস্ত্র ব্যবসায়ী ও বিজনেস টাইকুন ড. মূসা বিন শমশেরের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘প্রিন্স মূসা : আধুনিক সভ্যতার মূর্ত প্রতীক ও রহস্যের বরপুত্র’। আত্মজীবনীমূলক এই বইটির সংকলন ও রচনায় রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ড. কণিকা বন্দ্যোপাধ্যায়। প্রকাশনা সংস্থা আলোকিত বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে রহস্যমানব প্রিন্স মূসাকে নিয়ে লেখা এ বইটির সম্পাদনা পরিষদে রয়েছেন প্রফেসর হারুন আল রশীদ, মোহাম্মদ সিরাজ উদ্দিন, আলম ইবনে হাই, সৈয়দ ওবায়েদ উল্লাহ ও চিরঞ্জীব চৌধুরী।
১১২ পৃষ্ঠার এ বইটিতে পাঠক বাংলাদেশের জনশক্তি রাপ্তানির প্রবাদ পুরুষ ড. মূসা বিন শমশেরের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক জানার পাশাপাশি দেখার সুযোগ পাবেন বিশ্ব বরেণ্য ব্যক্তিদের সঙ্গে তার রহস্যঘেরা বেশকিছু দুর্লভচিত্র। বইটির প্রচ্ছদ করেছেন চারুশিল্পী মোহাম্মদ আসিফ। বইমেলায় পাওয়া যাচ্ছে প্রকাশনি আকাশের ১৩৯, ১৪৪ ও ১৪৫ নম্বর স্টলে। এছাড়া হোম ডেলিভারির জন্য ফোন করতে পারেন ০১৬২-৩৯৯২৯৯৭ এই নম্বরে।
উল্লেখ্য, এশিয়ার অন্যতম সম্পদশালী ও ক্ষমতাবান ড. মূসা বিন শমশেরের রাজসিক জীবন ও লাইফস্টাইলের কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, নেলসন ম্যান্ড্রেলা, ডেভিড ফ্রস্টে মতো বিশ্ব বরেণ্য ব্যক্তিরা তাকে প্রিন্স উপাধি প্রদান করেন। বিশ্বের নানা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে ড. মূসা তুলে ধরেছেন বাংলাদেশকে।
এছাড়া গণমাধ্যম কর্মীরা বিনামূল্যে বইটি সংগ্রহের জন্য ফোন করুন ০১৯২২৬৭০৭২১ এই নম্বরে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া