adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

rajshahi-Ru-valentines-day-pic-by-eliasarafat.14.02ডেস্ক রিপোর্ট : ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘প্রেমের নামে প্রহসন, বন্ধ কর, করতে হবে’।
‘ভেলেন্টাইনস ডে’ উপলক্ষে প্রেমের দাবিতে এমনই এক ব্যতিক্রমী র‌্যালি, বিক্ষোভ সমাবেশ ও শোক স্বাক্ষর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘প্রেম বঞ্চিত সংঘ’। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের বিভিন্ন হল ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও শোক স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়। এসময় তারা প্রেমের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে টুকিটাকি চত্বর মুখরিত করে তোলে।
সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের আহ্বায়ক ও আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত ইসলাম বলেন, ‘আজকের ছেলে-মেয়েরা কাপড়ের মতো ভালোবাসার মানুষকে পরিবর্তন করছে। অথচ আমরা আর কিছুদিন পর বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবো। কিন্তু কোনো প্রেম করতে পারবো না। আমাদের প্রেম বিষয়ে কোনো স্মৃতিও থাকবে না। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা যেসব শিক্ষার্থীরা প্রেম করছে না তাদের তালিকা তৈরি করে প্রেমের ব্যবস্থা করুন। সেটা না হলে আমরা আগামী বছর ১৪ ফেব্র“য়ারিতে কঠোর আন্দোলনে যাবো।’
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনজুরুল হাসান ইমন বলেন, ‘মানিব্যাগের যুগে ভালোবাসার দাম নেই। কেউ একাধিক প্রেম করবে। আর কেউ পাবে না, তা হতে পারে না। প্রেম যেন আজ কিছু মানুষের কাছে মরিচিকা।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রোকানুল হাবিব, মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রসনজিত, অর্ক, মাহবুব, স্বরূপ, বিপ্লব, আকাশ, তুষার প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া