adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বক্তব্যে সঙ্কট আরো বাড়বে

Untitled-17নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ বাহিনীর উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে সঙ্কটক আরো গভীর করে তুলবে।
যে কোনো উপায়ে দমন করুন দায়িত্ব আমার’ পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া এই বক্তব্য সম্পর্কে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করে রিজভী আহমেদ বলেন, ‘যে কোনো উপায়ের পরিণতি কী তাহলে আরো অনেক লাশ খালে-বিলে-নদীতে ভেসে উঠবে? যৌথবাহিনী কর্তৃক চলবে গ্রামের পর গ্রামে খাণ্ডব দাহন, বিরোধী দলের আরো অসংখ্য নেতাকর্মীকে হত্যার পর বলা হবে বন্দুকযুদ্ধের কাহিনী? প্রধানমন্ত্রীর এই বক্তব্য বর্তমান সঙ্কটকে আরো গভীর ও উপসংহারহীন করে তুলবে।’
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো দলের সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। রিজভী আহমেদ বলেন, ‘বিরোধী দলের অস্তিত্ব রেখে কখনোই নাৎসি শাসন বজায় রাখা যায় না। তাই বাংলাদেশি নাজিরা বিরোধী দল, বিরোধী মত, সরকারকে সমালোচনা করার অধিকার, যা সংবিধান ও বহুদলীয় গণতন্ত্রে স্বীকৃত, সেটিকে উচ্ছেদ করার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে। আর এজন্য জনমনকে বিভ্রান্ত করার জন্য তাদেরকে হাইপার প্রোপাগান্ডার ওপর নির্ভর করতে হচ্ছে। এই প্রোপাগান্ডা একতরফা বিরোধী দলের বিরুদ্ধে। বিরোধী দলের পাল্টা বক্তব্যের সুযোগ থাকে না, কারণ তাদের পক্ষে কোনো গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে সেই সংবাদ মাধ্যমটির মৃত্যু ঘটবে অথবা কোনো রকমে টিকে থাকলেও সেখানে সরকারি বুলি আওড়াতে বাধ্য করা হবে। আর বিরোধী দলের কথা বলার সুযোগ দূরে থাক তাদের বক্তব্য রাখার সব জায়গা কেড়ে নেয়া হয়।
তিনি বলেন, ‘পেট্রোল বোমা ছুঁড়ে নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ করা শুধু অমানবিকই নয়, যারা এগুলোর সঙ্গে যুক্ত তারা পাশবিক বিবেকের অমানুষ। কিন্তু এই জঘন্য অপকর্মের দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর। কারণ সরকারি শক্তির নিয়ন্ত্রণে গণমাধ্যম। তাদের হুকুমেই গণমাধ্যমে ঢালাও প্রচার চালানো হচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে। যেখানে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজ কার্যালয়ে অবরুদ্ধ, দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে, লক্ষাধিক নেতাকর্মী মিথ্যা মামলা কাঁধে নিয়ে বাড়িছাড়া, প্রায় প্রতিদিন সারাদেশে অসংখ্য নেতাকর্মীর বাসায় চলছে যৌথবাহিনীর তাণ্ডব, চলছে ক্রসফায়ারের নামে বিরোধী জোটের নেতাকর্মীদের হত্যা, সেই রকম ভয়-আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে নেতাকর্মীরা জীবন বাঁচাবে না গাড়িতে আগুন অথবা পেট্রোল বোমা ছুঁড়বে?’

রিজভী আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গোয়েন্দা বাহিনীর বন্দুকযুদ্ধের আষাঢ়ে গল্প বানানো হলেও খিলগাঁওয়ের ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি, নড়াইল পৌরসভার কাউন্সিলর ইমরুল কায়েস, কানসাটের ছাত্রদল নেতা মতিয়ার রহমান, চাঁপাইনবাবগঞ্জের ছাত্রশিবির নেতা আসাদুজ্জামান তুহিনসহ জোটের আরো বেশ কিছু নিষ্ঠাবান কর্মীকে এরই মধ্যে পরিকল্পিতভাবে টার্গেট করে হত্যা করা হয়েছে ‘

রিজভী প্রশ্ন রেখে বলেন, ‘এরা কি নাশকতা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে? এদের প্রায় সবাইকে নিজ বাড়ি কিংবা আত্মীয়-স্বজনের বাসা থেকে যৌথবাহিনী, গোয়েন্দা পুলিশ বা র‌্যাব তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। অথচ এদের মায়ের আহাজারি, পরিবারের কান্না কেন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয় না? এরা কি বাংলাদেশের মানুষ নয় ? এত আদম সন্তানের লাশ, এত কান্নার রোল কেন গণমাধ্যম আড়াল করে রাখছে?’
তিনি আরো বলেন, ‘সারাদেশে হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘরে যৌথবাহিনীর তাণ্ডব, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালাগাল, কাঙ্খিত লোককে না পেয়ে শিশু সন্তানকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, এমনকি খুঁজতে যাওয়া ব্যক্তিকে না পেয়ে বাবা অথবা ছোট কিংবা বড় ভাইকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।’
২০ দলীয় জোটের নেতাকর্মীদের তালিকা ধরে ধরে পাড়া-মহল্লায় অভিযান চলছে বলে অভিযোগ করেন রিজভী।
রিজভী আহমেদ দৃঢ়কণ্ঠে বলেন, ‘মিথ্যা মামলা দায়ের করে আর আটকের হুমকি দিয়েও যেমন পুত্রশোকে কাতর বেগম জিয়াকে গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় সংকল্প থেকে বিন্দুমাত্র টলানো যায়নি তেমনি সরকারের হুমকির বিরুদ্ধে মানুষের প্রত্যয়, দৃঢ়তা ও অঙ্গিকার আরো বেশি শক্তিশালী হয়েছে চলমান আন্দোলনকে অব্যাহত রেখে বিজয়ের পথে ধাবিত করতে। সরকারি প্রচণ্ড আক্রমণ সত্ত্বেও নেতাকর্মীরা জোরালো কণ্ঠের আওয়াজে মিছিল করে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করে যাবে।’

উল্লেখ্য, পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধ কর্মসূচির মধ্যে চলমান সহিংসতা যে কোনো উপায়ে দমন করার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দেন।
তিনি বলেছেন, ‘এখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব^ নাই, কোনো চিন্তা নাই। যা কিছু হোক সে দায়িত্ব আমি নেব।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া