adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা নিহত

রাজশাহীডেস্ক রিপোর্ট : আজ বুধবার ভোরে রাজশাহীর ৩০নং ওয়ার্ড জামায়াত নেতা  নুরুল ইসলাম শাহীন (৪৫) মতিহার থানা এলাকায় বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। 
নিহত নুরুল ইসলাম শাহীনের বাড়ি মহানগরীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায়। তিনি মহানগরীর বিনোদপুর এলাকার জামায়াত পরিচালিত ইসলামিয়া কলেজের শিক্ষক, ৩০নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারি।
এ ছাড়া তিনি পদ্মা অফসেট প্রিন্টিং প্রেসের মালিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নেতাও ছিলেন। মহানগর গোয়েন্দা শাখা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘নুরুল ইসলাম শাহীনের দেয়া তথ্যের ভিত্তিতে গভীররাতে মতিহার থানা এলাকায় তার সহযোগী নেতাকর্মীদের গ্রেপ্তারে যায় পুলিশ। এসময় তার সহযোগীরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন শাহীন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তবে কারা ওই সময় তাণ্ডব চালিয়েছিল এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল মর্গে নিহত শাহীনের ভাই ফজলুল হক তুহিন অভিযোগ করেন, মঙ্গলবার রাত ৯টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে আটক করে। মহানগরীর নিউ মার্কেটের পদ্মা অফসেট প্রিন্টিং প্রেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। রাতে তারা ডিবি অফিসে যোগাযোগ করেছিলেন। তাদের জানানো হয়েছিল সকালে ছেড়ে দেয়া হবে। পরে ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তারা লাশের সন্ধান পান। মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
এদিকে, হাসপাতালের মর্গে নুরুল ইসলাম শাহীনের লাশ রয়েছে। গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া