adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ আরো বেশি তৎপর হতে পারতো : স্বরাষ্ট্রমন্ত্রী

kawsar-azomনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তবে তারা আরও বেশি তৎপর হতে পারতো।এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে (০৩ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আসন্ন বিশ্ব ইজতেমায় আগত বিদেশি মেহমানদের নিরাপত্তা ও তাদের ভিসা সহজীকরণ সংক্রান্ত এক বৈঠকশেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী নিজস্ব টিম দিয়ে ঘটনার তদন্ত করেছেন। কেন বা কী কারণে এমন ঘটনা ঘটেছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর সব কিছুই তিনি জানেন। এ ছাড়া ঘটনার তদন্তে দলীয় টিম এবং একাধিক তদন্ত টিম সেখানে গেছে।’
পুলিশের কোনো গাফিলতি ছিল কীনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের কোনো গ্যাপ ছিল না। তারপরেও ঘটনার নিয়ন্ত্রণে পুলিশ আরো তৎপর হতে পারতো। এজন্য তাৎক্ষণিক ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ শতভাগ ব্যর্থ বলা যাবে না। সবাই বলেছেন পুলিশ ভালোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কাজেই এই ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলার সুযোগ নেই।’
বৈঠকে গাজীপুরের স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, আইজিপি কে এম শহিদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া