adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেরেই চলেছে বাংলাদেশের যুবারা

image_97123_0ক্রীড়া প্রতিবেদক : শ্রীলংকা সফরে ভালো করতে পারছে না বাংলাদেশের যুবরা। প্রথম ম্যাচে সাত উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচও হারলো তারা। বরং দ্বিতীয় ওয়ানডেতে জিততে জিততেই স্বাগতিক যুবদের কাছে চার রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে থাকলো স্বাগতিকরা।

মঙ্গলবার টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে স্বাগতিক অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক সারিথা সালঙ্কা। বাংলাদেশের যুবদের পক্ষে সোহেল আহমেদ তিনটি এছাড়া নাহিদ হাসান,শফিউদ্দিন ও মেহেদী হাসান দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ১৭৫ রানে অল আউট হয় অনূর্ধ্ব-১৯ দল। এ দিন শুরুটা ভালো করতে পারেনি মেহেদীরা। মাত্র ৫২ রানে ছয় উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশের যুবরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন শাহিনুর রহমান। এছাড়া মোহাম্মদ শাফিউদ্দিন নেন ২৯ রান। বাকিরা ব্যর্থ হয়েই সাজঘরে ফেরেন। সফরের তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া