adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পরিস্থিতির উপর নির্ভর করবে খালেদা জিয়ার গ্রেপ্তার হওয়া’

INU-pic650-e1405098164890নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি হবে না তা নির্ভর করছে পরিস্থিতির ওপর।’
মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসন্ন এসএসসি পরীক্ষার সময় চলতি অবরোধ কর্মসূচি স্থগিত করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান মন্ত্রী। আহ্বান প্রত্যাখ্যান করে কর্মসূচি অব্যাহত থাকলে কি পদক্ষেপ নেয়া এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী  বলেন, ‘আহ্বান প্রত্যাখ্যান করে কর্মসূচি অব্যাহত থাকলে প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে।’
কঠোরতম ব্যবস্থা কি খালেদা জিয়াকে গ্রেপ্তার- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ বেগম জিয়াকে গ্রেপ্তার করা হবে কি হবে না তা নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। হানানুল হক ইনু বলেন, ‘অবরোধের নামে গণতন্ত্রকে পুড়িয়ে মারছেন খালেদা। তার গুলশান কার্যালয় মিথ্যাচারের কারখানা হয়েছে। খালেদা জিয়া কোনো ধোয়া তুলসি পাতা নন। খালেদা জিয়াকে নিবৃত্ত করার জন্য সাময়িক কিছু পদক্ষেপ নেয়া হয়েছিল। এ পদক্ষেপ সঠিক ছিল। তা না হলে সহিংসতা ও হতাহতের সংখ্যা আরো বাড়তে পারতো।’
ভাইবার ও ট্যাংগো কেন বন্ধ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা একটি সাময়িক পদক্ষেপ। এর সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই্। কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজনৈতিক কর্মী মারা যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘আইন বর্হিভূত কোনো কার্যক্রম প্রশাসনের কর্মকর্তারা করে নাই।’

আগামী নির্বাচন কেমন হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘ আমরা এককালীন সমাধান চাই না, স্থায়ী সমাধান দরকার। সংবিধানে যে পদ্ধতি আছে এর থেকে উন্নত কোনো পদ্ধতি থাকলে তা নিয়ে আলোচনা হবে। এখনও অনেক সময় আছে।’
হাসানুল হক ইনু বলেন,‘ বেগম খালেদা জিয়া যতক্ষণ না নাশকতা পরিহার করছেন ততক্ষণ সংলাপের উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে না। বেগম জিয়া নাশকতা করবেন না এমন গ্যারান্টি দেয়ার পর সংশ্লিষ্টরা সংলাপের কথা বলবেন। বেগম জিয়া ও তার ছেলে তারেক রহমান বিএনপিকে সন্ত্রাসীর দলে পরিণত করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী ।
তথ্যমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ অবস্থার নিশ্চয়তা দিলে সরকার খালেদা জিয়াকে নিবৃত্ত করার ব্যবস্থা নিতো না। তবে গতকাল থেকে খালেদা জিয়ার প্রতি নিবৃত্তব্যবস্থা উঠিয়ে নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া সন্ত্রাস-নাশকতার পথ পরিত্যাগ না করলে সংবিধান সমুন্নত রাখতে জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য যা করা দরকার তাই করবে সরকার। সংবাদ সম্মেলনের শুরুতে হাসানুল হক ইনু গত ১৭ থেকে ১৮ দিনের নাশকতামূলক কর্মকাণ্ডে যে সব সাধারণ মানুষ মারা গেছেন তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া