adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজা যুদ্ধের এক মাস পর আরব আমিরাতে দূতাবাস খুলল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর কয়েক সপ্তাহের মাথায় সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস খোলার সুযোগ পেল ইহুদিবাদী ইসরাইল। নয়া ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন।

ল্যাপিড নিজে এক টুইটার বার্তায় এ খবর জানান যেখানে তাকে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি’কে দূতাবাস ভবনের সামনে স্থাপিত ফিতা কাটতে দেখা যায়। ছবির ক্যাপশনে ইসরাইলি মন্ত্রী লিখেছেন, “আমিরাতি মন্ত্রীর সঙ্গে ইসরাইলি দূতাবাসের উদ্বোধন।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালে ইহুদিবাদী ইসরাইলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে ইহুদিবাদী ইসরাইলের দূতাবাসের কার্যক্রম শুরু হয়। একইসঙ্গে দুবাই শহরেও কনস্যুলেট স্থাপন করে তেল আবিব। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই দূতাবাস ও কনস্যুলেট উদ্বোধন করেন।

এর আগে চলতি জুন মাসের গোড়ার দিকে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে তেল আবিবে তার দূতাবাস উদ্বোধন করে। এর আগেও দু’একজন ইসরাইলি মন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন কিন্তু ল্যাপিড হচ্ছেন আবু ধাবি সফরকারী সবচেয়ে সিনিয়র ইসরাইলি মন্ত্রী।

ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ইসরাইলি যাত্রীবাহী বিমান সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করে আবুধাবি গমন করে। সৌদি সরকার গত বছর ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলাচলকারী বিমানের জন্য নিজের আকাশসীমা উন্মুক্ত করে দেয়। ইয়ায়ির ল্যাপিড তার দু’দিনের আবুধাবি সফরে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের আরব শাসকরা বিশ্বাসঘাতকতা না করলে ফিলিস্তিনি ভূমি জবরদখল করে সম্পূর্ণ অবৈধভাবে স্থাপিত ইসরাইল বহু আগে ধ্বংস হয়ে যেত। ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামীরা যখন তাদের মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছেন এবং তেল আবিব ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন এই ইহুদিবাদীদের নিয়ে পূর্ণ উদ্যোমে দহরম মহরম চালিয়ে যাচ্ছেন আরব শাসকরা। – পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া