adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শত্র“রা ইরানের ওপর হামলার সাহস দেখাবে না : বোরুজেরদি

ইরানি ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন,  ইরানি সামরিক বাহিনীর দক্ষতা দেখে শত্র“রা আর হামলা চালানোর সাহস দেখাবে না।
 রাজধানী তেহরানে শনিবার ইরানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। বোরুজেরদি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সরকারি কর্মকর্তারা বার বার ইরানের বিরুদ্ধে হামলা চালানোর কথা বলেছেন কিন্তু ইরানের পাল্টা হামলার কথা বিবেচনা করে সেনা কর্মকর্তারা সবসময় সামরিক হামলার বিরোধিতা করেছেন।
 
বোরুজেরদি বলেন, “ইরানের সামরিক শক্তি এমন এক উচ্চতায় পৌঁছেছে যে কারণে শত্রুরা ইরানের ওপর হামলার দুঃসাহস দেখাবে না। আমরা আজ সর্বোচ্চ প্রতিরক্ষা সক্ষমতায় পৌঁছেছি এবং ইরান এখন বিশ্বের শ্রেষ্ঠ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশের একটি।
তিনি বলেন, ইরানের ওপর পশ্চিমা অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও তেহরান তা ভেঙে এগিয়ে চলেছে এবং সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া