adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফে কর্মকর্তাদের শেখ মনি স্টেডিয়াম পরিদর্শন

বাফুফে কর্মকর্তাদের শেখ মনি স্টেডিয়াম পরিদর্শনডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের মাঠ ও অবকাঠামো পরিদর্শন করেছেন।
বুধবার বেলা সোয়া ১২টায় তারা হেলিকপ্টারে করে স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং বাফুফের সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. ইলিয়াস হোসেন তাদের স্বাগত জানান।
দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে ঢাকার বাইরে ভেন্যু নির্ধারণের জন্য বাফুফের এ দলটি গোপালগঞ্জ আসেন। তারা স্টেডিয়ামের মাঠ ও অবকাঠামো  ঘুরে দেখেন। পরিদর্শনের অংশ হিসেবে দলটি চট্রগ্রাম ও ফেনীর ফুটবল মাঠও পরিদর্শন করবেন।
পরিদর্শন দলে ছিলেন বাফুফের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আ. সালাম মুর্শেদী, ভাইস-প্রেসিডেন্ট বাদল রায়, সদস্য মারুফ হাসান, লে. কর্নেল (অব.) আ. কাদের, সত্যজিৎ রায় রুপু, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া।
স্টেডিয়াম পরিদর্শন শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার প্রাক্কালে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আ. সালাম মুর্শেদী ও সদস্য লে. কর্নেল (অব.) আ. কাদের বলেন, আমরা ঢাকার বাইরের মাঠগুলোকে সচল করতে চাই। গোপালগঞ্জের মাঠ দ্বিতীয় বিভাগ ফুটবল ভেন্যু হিসেবে ব্যবহারে উপযোগী বলেও মন্তব্য করেন তারা।
এ সময় জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বাফুফের সদস্য মো. ইলিয়াস হোসেন, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, সহ-সভাপতি জাহাঙ্গির কবির, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান মানিসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গত মৌসুমে গ্রামীণ ফোন প্রিমিয়াম ফুটবল লিগের ভেন্যু হিসেবে ব্যবহƒত হয়েছিল। মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ এ মাঠটি নিজেদের হোম ভেন্যু হিসেবে ঘোষণা করেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া