adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটিতে বিশ্বদ্যিালয় স্থাপন দখলদারিত্বের নতুন পদ্ধতি

nkugeysv-e1403964478371নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকার যে উদ্যোগ নিয়েছে তার সমালোচনা করে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘যেখানে কোনো ভালো প্রাইমারি স্কুল নেই, মাধ্যমিক স্কুল নেই এবং ভালো কলেজ পর্যন্ত নেই, সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে বাঙালি মোসলমানরা অতিআধুনিক পদ্ধতিতে প্রতারণার ব্যবস্থা করছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে সামনে এক সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রাঙ্গামাটিতে জাতিগত সহিসংতা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং রাজশাহীতে আদিবাসী ছাত্রনেতা বাবলু হেমব্রমের খুনিদের বিচারের দাবিতে নাগরিক সমাজ এ সমাবেশের আয়োজন করে। রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে ‘নিপীড়নমূলক ব্যবস্থা, দখলদারিত্বের নতুন পদ্ধতি’ বলেও উল্লেখ করেন তিনি। আবুল মকসুদ আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সিদ্ধান্ত শিক্ষকদের নয়, কয়েক জন অফিসারের সিদ্ধান্ত।’
গত ১০ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটি, টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জে ছয়টি মেডিকেল কলেজের উদ্বোধন করেন। ওইদিন সকাল ১০টার দিকেই রাঙামাটি শহরের বনরূপা ও হেপিরমোড় এলাকায় সংঘর্ষে জড়ায় পাহাড়ি ছাত্র পরিষদ ও স্থানীয় বাঙালিরা। এ ঘটনার পর সেখানে কারফিউও জারি করতে হয় স্থানীয় প্রশাসনকে।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, ‘পাহাড়ী আদিবাসী চিন্তা-চেতনা আমলে না নিয়ে সরকারের এমন সিন্ধান্ত ঠিক নয়।’
আদিবাসী সংগঠক দীপায়ন খীসার সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করেন- জনউদ্যোগ বাংলাদেশ অধিকার আন্দোলন, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল ইউমেন্স ফেডারেশন, নিজেরা করি এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম।
সমাবেশ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশনরে সদস্য খুশী কবীর, আইইডি নির্বাহীর পরিচালক নুমান আহমেদ খান, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট নিলুফার বানু এবং সংগীত শিল্পী মাহামুদুজ্জামান বাবু।
সমাবেশ শেষে জাতীয় জাদুঘরে সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মোড়ে শেষ হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া