adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক দশক পর দারফুর পুনর্দখল করলো খার্তুম

1আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতবিক্ষুব্ধ সুদানের বিদ্রোহী অধীকৃত শহর দারফুরে, পুনরায় দখল প্রতিষ্ঠা করে নিয়েছে সুদানের সেনাবাহিনী। এছাড়া দক্ষিণ কোরদোফান শহরও বিদ্রোহীদের দখলমুক্ত করতে সমর্থ হয়েছে তারা। তবে একাধিক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সুপরিসর দেশ সুদানে কেন্দ্রের সঙ্গে অসম অধিকারের প্রশ্নে বচসায় রত প্রায় প্রতিটি প্রদেশ। তারই ধারাবাহিকতায় ২০০৩ সালে বিদ্রোহ করে দারফুর, যেখানে অনারব অধিবাসীদের সংখ্যাধিক্য। কেন্দ্র সুদানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে অঞ্চলটিতে দখলদারিত্ব ও আঞ্চলিত ‘স্বায়ত্তশাসন’ বজায় রাখে।সেনাবাহিনীর মুখপাত্র আল শাওয়ারমি খালিদ জানান, ‘সোমবার বিকেল নাগাদ, অর্কো মিনাবির নেতৃত্বাধীন কথিত সুদান লিবারেশন মুভমেন্টের সশস্ত্র বিদ্রোহীদের, তাড়িয়ে উত্তর দারফুরের আবু লিহা এলাকা দিয়ে বের করে দেয়া হয়।’ প্রায় এক দশকের গৃহযুদ্ধাবস্থায় দারফুরে প্রায় ৩ লাখ মানুষ নিহত ও ২০ লাখ বাস্তুহারা হয়েছে বলে জানায় জাতিসংঘের একটি জরীপ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া