adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাকিস্তানের নয়, বাংলাদেশের’

BANGLADESHক্রীড়া প্রতিবেদক : ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাকিস্তান নাও পেতে পারে। বাংলাদেশের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ক্রিকেটীয় দেশগুলোর সাবেকরা (ব্রায়ান লারা, শন পোলক, গিলক্রিষ্ট, শেন ওয়ার্ন, ভেট্টোরি প্রমুখ) এমনটাই মনে করেন। তারা বলেছেন, সরাসরি ২০১৯ বিশ্বকাপের মঞ্চে পা রাখা অনেক কঠিন হয়ে গেল আমির-হাফিজদের জন্য। অপরদিকে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খের্লা সম্ভাবনা উজ্জ্বল। চলতি মাসে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা।  
তবে বাস্তবতা ভিন্ন। আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরে প্রকাশিতব্য র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডসহ শীর্ষ সাত দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে। বাকি দুটি দলকে খেলতে হবে বাছাইপর্ব। বর্তমান র‌্যাঙ্কিংয়ে সাতে বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত টাইগাররা সরাসরি বিশ্বকাপের সুযোগ পাচ্ছে। আর আটে থাকা পাকিস্তান এক প্রকার হিসাবের বাইরে। কিন্তু সামনে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। যেগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ নাকি পাকিস্তান কে সরাসরি যাবে বিশ্বকাপে। বাংলাদেশের সামনে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে ভালো করতে হবে মাশরাফিদের।
অপরদিকে পাকিস্তানকে চেয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ যদি খারাপভাবে হারে আর পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করতে পারে তবেই সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হবে পাকিস্তানের। এদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরও নাজুক। তারা আছে নয় নম্বরে। রেটিং পয়েন্টও অনেক কম। মাত্র ৮৪। যেখানে বাংলাদেশের অর্জন ৯২ আর আটে থাকা পাকিস্তানের রেটিং ৮৯।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া