adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক বাড়লেও কমেছে লেনদেন

DSE-1420690620নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমান।
 দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮৫৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২৯৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২৯৭ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১০৬টির। অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৮পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় মোট ২৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল মোট ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৮৫টির। অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হল, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম স্টীল, ডেসকো, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন ও সাইফ পাওয়ারটেক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া