adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে লন্ডন থেকে টাকা লুট

Dutch-bangla-bankডেস্ক রিপোর্ট: ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে দেশে বসেই লন্ডনের এক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৩ লাখ টাকা (১০ হাজার পাউন্ড) লুট করেছেন শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। এ ঘটনায় সম্পৃক্ততা থাকায় অভিযুক্ত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, নামসর্বস্ব কোম্পানির পরিচয়ে শফিকুল ইসলাম যুক্তরাজ্যের একজন নাগরিককে তার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টে লগইন করে হিসাবটিতে রিমোট একসেস প্রদানের অনুরোধ করেন। যুক্তরাজ্যের ওই নাগরিক শফিকুলের কথা মতো রিমোট একসেস প্রদান করেন। এর পর দেখতে পান তার অ্যাকাউন্ট থেকে ১০ হাজার পাউন্ড খোয়া গেছে।
পাউন্ড খোয়া যাওয়ার পর লন্ডনের ওই ব্যক্তি ম্যানচেস্টার পুলিশের কাছে অভিযোগ করেন। ম্যানচেস্টার পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ পুলিশকে অবগত করে।
পুলিশের ইকোনমিক ক্রাইম স্কোয়াডের তদন্তে প্রমাণিত হয়,শফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে এ টাকা লন্ডন থেকে দেশে এনেছেন। অভিযুক্ত ব্যক্তির ব্যাংক হিসাব নম্বর : ১২০-১০১-৩০৪১৪।
এর পর ইকোনমিক ক্রাইম স্কোয়াড বাংলাদেশ ব্যাংকে বিষয়টি জানিয়ে ২৪ জুলাই ফ্যাক্স বার্তা পাঠায়।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যুক্তরাজ্যের মানি লন্ডারিং চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় ইন্টারপোল ও ম্যানচেস্টার কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত জানিয়ে বাংলাদেশ ব্যাংকে মেইল পাঠায়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, ‘ইন্টারপোল ও ম্যানচেস্টার কর্তৃপক্ষ আমাদের মেইল করেছে। এ মেইলের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির হিসাবের বিষয়ে জানতে ডাচ-বাংলা ব্যাংককে চিঠি দিয়েছি। চিঠিতে অভিযুক্তের ব্যাংক হিসাব ¯’গিত রাখার কথা বলা হয়েছে।’
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, আলোচ্যক্ষেত্রে জালিয়াতির মতো অপরাধ সংঘটিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা (২)(শ)(৬) অনুসারে ‘জালিয়াতি’ অপরাধ হিসেবে সংজ্ঞায়িত।
তিনি আরও জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২৩(১)(গ) ধারা অনুসারে অপরাধ সংগঠনের মাধ্যমে কোনো অর্থ বা সম্পত্তি কোনো ব্যাংক হিসাবে জমা হয়েছে মর্মে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ থাকলে কোর রিপোর্ট প্রদানকারী সং¯’াকে অনধিক ৩০ দিনের জন্য ওই হিসাবে লেনদেন ¯’গিত বা অবর“দ্ধ রাখার নির্দেশ প্রদান করা যেতে পারে।
অর্থ লুটের বিষয়ে জানতে চাইলে ডাচ-বাংলা ব্যাংকের বিপণন বিভাগের প্রধান ও জনসংযোগ কর্মকর্তা শাহাজাদা বসনিয়া বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
বিষয়টি জানতে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এস তাবরেজের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। এরপর একাধিক খুদে বার্তা পাঠিয়েও তার উত্তর মেলেনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া