adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানসিটির কষ্টার্জিত জয়

Lampardস্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে মুখোমুখি পয়েন্ট তালিকায় ১৪তম স্থানে থাকা সান্ডারল্যান্ডের। তবুও জয় পেতে বেশ কষ্ট করতে হলো ম্যানচেস্টার সিটিকে। কষ্টার্জিত হলেও নতুন বছরের প্রথম দিনে শেষ বাঁশি বাজার সময় বিজয়ী দলটির নাম ম্যানসিটিই। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারেরমত পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চেলসিকে ধরে ফেলল বর্তমান চ্যাম্পিয়নরা। ২০ ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট সমান ৪৬ করে। কারণ, এ রিপোর্ট লেখার সময়ই টটেনহ্যামের কাছে ৫-২ গোলে পিছিয়েছিল চেলসি। খেলার তখন ৮৫ মিনিট শেষ হয়েছে। নিজেদের মাঠে প্রথমার্ধে সান্ডারল্যান্ডের জালই খুঁজে পায়নি ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের ১২ মিনিট যাওয়ার পরই প্রথমবারেরমত প্রতিপক্ষের জাল খুঁজে পায় আকাশী-নীল জার্সিধারিরা। ৫৭ মিনিটে প্রথম গোল করেন আইভরিয়ান তারকা ই্য়াইয়া তোরে। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টিভান জোভেটিক। ৬৮ মিনিটে ইত্তিহাদের দর্শকদের স্তব্ধ করে দিয়ে গোল করে বসেন জ্যাক রডওয়েল। এর তিন মিনিট পর ডি বক্সে মধ্যেই ফাউল। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে শট নেন অ্যাডাম জনসন এবং গোল। ২-২ সমতায় ফিরে ম্যানসিটি আরও মরিয়া হয়ে ওঠে। তবে বেশিক্ষণের জন্য নয়। মাত্র ২ মিনিট পরই দলের পক্ষে জয় সূচক গোলটি করেন চেলসি থেকে আসা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া