adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির চোখে স্বাধীনতার ৪৩ বছর

BNPডেস্ক রিপোর্ট : বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৩ বছর। স্বাধীনতাপরবর্তী এই ৪৩ বছর বিশ্লেষণ করে (মুক্তিযোদ্ধা) বিএনপি নেতারা বলছেন, যে চেতনা ও স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, ৪৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। এর জন্য একটি মাত্র রাজনৈতিক দল দায়ী। যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করে। ব্যর্থতার জন্য রাজনৈতিক মতভেদ ও রাজনীতিকদের দায়ী করেন তারা। তবে এর সঙ্গে ভিন্নমতও পোষণ করেন বিএনপির আরেক নেতা।
তিনি বলেন, ‘জাতির প্রত্যাশা তো একদিনে পূরণ হয় না। একটি জাতির ইতিহাসে ৪৩ বছর কোনো সময়ই না। আপনি আজ স্বাধীন করলেন, কাল বাংলাদেশে সব সোনার পাথর হয়ে যাবে। আপনি এটা কীভাবে প্রত্যাশা করেন?’
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বাংলামেইলকে বলেন, ‘স্বাধীনতার এই ৪৩ বছরে যথেষ্ট ব্যর্থতার পাশাপাশি আমাদের অর্জনও আছে। যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, আমরা যা চেয়েছি তা এখনো পাইনি। কবে হবে তা নিয়েও যথেষ্ট আশঙ্কা আছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বর্তমানে গণতন্ত্রের অবস্থা স্বাধীনতা পূর্ব অবস্থার থেকেও দুর্বল। সত্যিকার অর্থে এখন গণতন্ত্র নেই। এক ব্যক্তির খেয়াল খুশিতে সব চলছে। অর্থনৈতিক স্বচ্ছলতা, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আমরা যতটুকু অর্জন করেছি তার চেয়ে বেশি অর্জন করতে পারতাম। আমাদের সমসাময়িক স্বাধীন হওয়া যে দেশগুলোর উদাহরণ আমরা দেই, তাদের চেয়ে অনেক এগিয়ে থাকতাম।’

গয়েশ্বর রায় বলেন, ‘স্বাধীনতার ৪৩ বছরের লক্ষ্য অর্জিত না হওয়ার দায় সম্মিলিতভাবে সকলের। এই ব্যর্থতায় কার বেশি অবদান তা জনগণ নিরুপণ করবে।’ স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতীয় সমস্যাগুলো চিহ্নিত করে একই মনোভাব পোষণ করে একসঙ্গে কাজ করলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী বীর বিক্রম বলেন, ‘মুক্তিযুদ্ধে এই বিজয়ের পেছনে সাধারণ মানুষের প্রধান দাবিই ছিল গণতন্ত্র এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি দেশ। মানুষের মৌলিক অধিকারগুলো পূরণ হবে এটাই ছিল প্রত্যাশা। যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ  স্বাধীন করেছিলাম বিজয়ের ৪৩ বছরেও সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। এখনো মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও মৌলিক অধিকার হরণ করা হচ্ছে।’ এর জন্য অবৈধ ক্ষমতাসীনদের দায়ী করেন তিনি।
তবে ভিন্ন মত পোষণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সাব-সেক্টর কমান্ডার ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম। যিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি বলেন, ‘জাতির প্রত্যাশা তো একদিনে পূরণ হয় না। একটা গণতান্ত্রিক দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্রের জন্য অনেক সময় লাগে। যারা আজ পূর্ণাঙ্গ গণতন্ত্র বলে দাবি করে তারাও শতভাগ পূর্ণাঙ্গ নয়। তবে সময়ের সঙ্গে তারা অনেক উন্নতি লাভ করছে। আমাদের দেশেও হবে।’

স্বাধীনতার ৪৩ বছরেও যে কাক্সিক্ষত অর্জনগুলো হয়নি তার জন্য বড় বাধা কী এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি জাতির ইতিহাসে ৪৪ বছর কোনো সময়ই না। আপনি আজ স্বাধীন করলেন, কাল বাংলাদেশে সোনার পাথর হয়ে যাবে, আপনি এটা কীভাবে প্রত্যাশা করেন? ধীরে ধীরে দেশ উন্নতি লাভ করছে না?’
তিনি বলেন, ‘বাংলামোটর মগবাজারে কাঁচারাস্তা ছিল, এখন বড় বড় সড়ক, গাড়ির যানজট। এগুলো কী হাওয়া থেকে আসছে? এগুলোই স্বাধীনতার সুফল। এদেশে সুপ্রিমকোর্ট হয়েছে। আগে ছিল এটা ইস্ট পাকিস্তান হাইকোর্ট। এই যে বিচারব্যবস্থা, সেটা কি এমনি হয়েছে? আগে পাকিস্তানের লাহোর যাওয়া লাগতো। এখন কি লাহোর যাওয়া লাগে? এই টাকা-পয়সা, সময় কে বাঁচিয়ে দিল? আমরা মুক্তিযোদ্ধারা বাঁচিয়ে দিলাম। উন্নতি হয়নি? আর কী চান?’
তিনি আরো বলেন, ‘এতো পত্রিকা বের হয়েছে। আগে পত্রিকা ছিল ‘আজাদ’, ‘সংবাদ’, ‘মর্নিং নিউজ’। এখন হাজার হাজার পত্রিকা, এগুলো তো একদিনে হয়নি। হাজার হাজার বহুতল ভবন, এগুলো কি এমনিতে হয়েছে? এগুলোই স্বাধীনতার সুফল। একদিনে তাজমহল চান নাকি? ওটাও হবে স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি।’
প্রবীণ এ নেতা বলেন, ‘মুক্তিযোদ্ধার কাজ কী? যুদ্ধ করে দেশ স্বাধীন করা, শত্রু মুক্ত করা। আমরা করেছি। গণতন্ত্র রক্ষা করা মুক্তিযোদ্ধাদের কাজ নয়। এটা সরকারের ব্যর্থতা।’
স্বাধীনতার পর এই দীর্ঘপথ চলায় মুক্তিযুদ্ধের স্বপ্ন কতোটা বাস্তবায়ন হলো বা কেন হয়নি, এর দায় কার এমন প্রশ্নের জবাবে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘সে সময় স্বপ্ন ছিল দেশটা একদিন স্বাধীন হবে। আমরাই আমাদের দেশ চালাবো। দেশ স্বাধীন হলে মিছিল মিটিংয়ের দরকার হবে না। রাজপথ গুলিতে রক্তাক্ত হবে না। কিন্তু সেই স্বপ্ন এখনও স্বপ্নই রয়ে গেছে।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পরে সে সময়ে মুক্তিযুদ্ধের টোটাল শক্তিকে যদি দেশ গড়ার কাজে লাগানো যেতো তাহলে দেশের এই অবস্থা হতো না। ওই সময়ের কিশোর বয়সে স্বপ্নটা এটাই ছিল। সে স্বপ্নটা তো এখনও স্বপ্নই রয়ে গেলো অনেকটা। যুদ্ধপরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। মনে হয় সে লড়াইটা এখনও অব্যাহত রয়েছে। মুক্তিযুদ্ধের সেই স্বপ্নটা অধরা রয়ে গেছে। যুদ্ধের প্রাপ্তি জনগণের দ্বারে পৌঁছানোর জন্য এখনও সংগ্রাম করছি।’
স্বপ্নগুলো অধরা থাকার কারণ কী? বড় বাধা কী? এ বিষয়ে তিনি বলেন, ‘বড় বাধা হলো রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। রাজনীতিটা গণতান্ত্রিক ধারাটা বার বার বাধগ্রস্ত হয়েছে। যে কারণে রাজনীতিবিদরা সত্যিকার অর্থে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। যে কারণে চালিকা শক্তি, চালকের আসনেও রাজনীতিবিদরা থাকতে পারেননি। সেই কারণে আসলে এদেশের স্বাভাবিক রাজনৈতিক ধারা ব্যাহত হয়।’
একজন মুক্তিযোদ্ধা এবং একজন রাজনীতিবিদ হিসেবে আপনার ব্যর্থতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, আমরা যারা রাজনীতি করি এ দেশটাকে আমরা যারা স্বাধীন করছি এটাতো স্বাভাবিকভাবেই সার্বিকভাবে, সম্মিলিতভাবে ব্যর্থতার কারণে হয়েছে। এটা তো আর অস্বীকার করা যাবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দেশগড়ার কাজে যেভাবে লাগানো উচিত ছিল সেইভাবে লাগানো যায়নি বলে দ্বিধা বিভক্ত হয়ে দেশটার আজ এই অবস্থা। জাতীয়  আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই শক্তি নিঃশেষ করে দেয়ার চেষ্টা করা হয়েছে। অনেকে বুঝে করেছে, অনেকে না বুঝে করেছে।’
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের মতে, ‘মুক্তিযোদ্ধাদের বিভক্তি আর রাজনৈতিক মতভেদে স্বাধীনতার কাঙ্খিত অর্জন হয়নি। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভালো সম্পর্কের নিয়ম চালু থাকলে উন্নতি আরো বেশি হতো। সকল দল মিলে মিশে, যে দলই ক্ষমতায় আসুক না কেন তাকে সহযোগিতা করতো তাহলে প্রাপ্তি আরো বেশি হতো।’
তিনি বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে ৪৩ বছরে সকল আশা কিন্তু আমাদের পূরণ হয়নি। আবার কিছু যে আশা পূরণ হয়নি তা নয়, হয়েছে অনেক। বি এম

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া