adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ আইপিএলে ব্যাট হাতে সেরা দশ ক্রিকেটার

স্পাের্টস ডেস্ক : ব্যাট হাতে দ্বাদশ আইপিএল মাতালেন যারা, রইল সেরা দশ ব্যাটসম্যানের যাবতীয় পরিসংখ্যান
১) ডেভিড ওয়ার্নার- ১২ ম্যাচের ৯টিতে বড় ইনিংস, ৮টি অর্ধশতরান ও ১ট শতরান৷ সব মিলিয়ে ১২ ম্যাচ থেকে ৬৯২ রান৷ উনিশের আইপিএলের কমলা টুপির মালিক ওয়ার্নারই৷ সর্বোচ্চ ইনিংস ১০০*

২)লোকেশ রাহুল- ১৪ ম্যাচে ৫৯৫ রান হাঁকিয়ে উনিশের আইপিএলের সর্বাধিক রান হাঁকানোয় দু’নম্বরে রয়েছেন লোকেশ রাহুল৷ ১৪ ইনিংসে ৬টি অর্ধশতরান ও ১টি শতরান হাঁকিয়েছেন৷

৩) কুন্টন ডি’কক- মুম্বই ওপেনারের মরশুমটা দারুণ গিয়েছে৷ ১৬ ম্যাচে ৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন৷ সব মিলিয়ে সংগ্রহ ৫২৯ রান৷ দ্বাদশ আইপিএলে সর্বোচ্চ ইনিংস ৮১ রানের৷

৪) শিখর ধাওয়ান- দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৬ ম্যাচে ৫২১ রান করেছেন ধাওয়ান৷ এই আইপিএলে তাঁর ব্যাক্তিগত সর্বোচ্চ ৯৭*৷ সবমিলিয়ে ৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন ধাওয়ান৷

৫) আন্দ্রে রাসেল- ১৪ ম্যাচ নাইটদের হয়ে ৫১০ রান করেছেন রাসেল৷ সর্বোচ্চ ৮০*৷ রয়েছে ৪টি অর্ধশতরান৷ সব মিলিয়ে উনিশের আইপিএলে সর্বোচ্চ ৫২টি ছক্কা হাঁকিয়েছেন রাসেল৷

৬) ক্রিস গেইল- ১৩ ম্যাচে গেইলের সংগ্রহ ৪৯০ রান, আইপিএলে এবার চারটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন৷ সর্বোচ্চ ৯৯*

৭) ঋষভ পন্ত- ১৬ ম্যাচে পন্তের সংগ্রহ ৪৮৮ রান, সর্বোচ্চ ৭৮*৷ সদ্য সমাপ্ত আইপিএলে এবার ৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন পন্ত৷

৮) বিরাট কোহলি- কাপ্তান বিরাট সাফল্য না পেলেও ব্যাটসম্যান বিরাট এই মরশুমে ২টি অর্ধশতরান ও ১টি শতরান হাঁকিয়েছেন. সব মিলিয়ে ১৪ ম্যাচে সংগ্রহ ৪৬৪ রান৷

৯) শ্রেয়স আইয়ার-উনিশের আইপিএলে সর্বাধিক রান হাঁকানোর তালিকায় ৯ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ ৩টি অর্ধশতরান হাঁকিয়ে ১৬ ইনিংসে শ্রেয়সের সংগ্রহ ৪৬৩ রান৷

১০) জনি বেয়ারস্টো- আইপিএলে খেলেছেন মাত্র ১০ ইনিংস৷ একটি সেঞ্চুরি ও ২টি অর্ধশতরান হাঁকিয়ে সানরাইজার্স জার্সিতে বেয়ারস্টোর সংগ্রহ ৪৪৫ রান৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া