adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে কৃষককে গুলি করে হত্যা

news_imgডেস্ক রিপোর্ট : গোমতী নদীতে বালুর ট্রলার থেকে চাঁদা না দেয়াকে কেন্দ্র করে জেলার দাউদকান্দি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল কৃষকের। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত ৭টার দিকে উপজেলার সদর উত্তর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম কৃষক মো. ইসহাক মিয়া (৬৫)। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত লাল মিয়া বেপারীর ছেলে।
গুলিবিদ্ধরা হলেন- নিহত ইসহাক মিয়ার ছেলে আবুল কালাম (৩৪), ড্রেজার মালিক কৃষ্ণপুর গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে রতন মিয়া (৩৫)। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া তথ্যটি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী গ্র“প দীর্ঘদিন ধরে গোমতী নদীতে বালুবাহী জাহাজ থেকে চাঁদা আদায় করে আসছে। 
রোববারও কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও ড্রেজার মালিক রতন মিয়াসহ আরও কয়েকজনের কাছ থেকে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এ সময় মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এতে ইসহাক ও তার ছেলেসহ আরও ৫ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ইসহাককে মৃত ঘোষণা করেন। 

গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের গায়ে ৬টি গুলি লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও গৌরীপুর হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে। 
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাপতালের মর্গে পাঠানো হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া