adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা – আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে জাতি

Buddhijibi-_thereport24নিজস্ব প্রতিবেদক : মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৮টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে হাজার হাজার জনতা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে ৭১ এর অমর শহীদদের।
বুকে অসাম্প্রদায়িক চেতনা আর বুদ্ধিজীবী হত্যার বিচারের দাবিতে স্লোগানও দিচ্ছেন জনতা। সবার দাবি, একটাই জাতির অপূরণীয় ক্ষতি যারা করেছে, তাদের বিচার চাই। রাষ্ট্রপতির পর দলীয়ভাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির নেতাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ,
সুরঞ্জিত সেন গুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
এর পর বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাপার সংসদ সদস্য নোমান মিয়া, সেলিম উদ্দিন প্রমুখ।
এর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ নাথ, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা গোলাম কুদ্দুস, শহীদ পরিবারের সন্তান শমী কায়সার, জাহিদ রেজা নূর, নুশরাত চৌধুরী প্রমুখ। পরে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
এর আগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। সভাপতিত্ব করবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া