adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হ্যারি কেনের ১৫০ গোলের মাইলফলক, টটেনহ্যামের জয়

স্পোর্টস ডেস্ক : টিভির দর্শকরা ধরেই নিয়েছিলেন, ফলাফল নিস্প্রাণ ড্র। কিন্তু হঠাৎ করেই শেষ প্রান্তে এসে হুংকার দিলেন হ্যারি কেন। এই হুংকারেই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের ১৫০তম গোলের কীর্তি গড়লেন তিনি। রোববার ইংলিশ স্ট্রাইকারের এই মাইলফলক স্পর্শ করা গোলে ওয়েস্ট ব্রমউইচকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।

প্রতিপক্ষের মাঠে এদিন প্রথমার্ধে টটেনহ্যাম ছিল একেবারেই ছন্নছাড়া। সন হিউং মিন, গ্যারেথ বেল এবং হ্যারি কেন, আক্রমণভাগে ত্রিফলাকে নিয়েই একাদশ সাজিয়েছিলেন কোচ হোসে মরিনহো। কিন্তু এরপরও প্রথমার্ধজুড়ে ব্যর্থ ছিল দলটি।

দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবে ম্যাচে ফেরে মরনিহোর দল। শুরুতেই লম্বা বল ধরে কেনের ক্রস আরেকটু তৎপর হলে জালে রাখতে পারতেন বেল। দূরপাল্লার শটে হাফ চান্স থেকে গোল করে ম্যাচে লিড নেওয়ার চেষ্টা করতে থাকেন কেন, সন কিংবা রেগুইলনরা।

প্রতি-আক্রমণে স্পারস রক্ষণে হানা দিয়ে যেতে থাকে ওয়েস্ট ব্রমও। কিন্তু ডেডলক খোলে না কিছুতেই। শেষে সবাই যখন ধরে নিয়েছে নির্বিষ ড্র’য়ে নিষ্পত্তি হতে চলেছে ম্যাচের, ঠিক তখনই ম্যাট দোহার্তির দারুণ এক ক্রসে মাথা ছুঁইয়ে দলকে জয় এনে দেন হ্যারি কেন। একই সঙ্গে গড়েন মাইলফলক। – গোল ডটকম/ ইয়াহু স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া