adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব দলের কাছে তাহরির স্কোয়ারের মতো আন্দোলন চান খালেদা জিয়া

khaleda-1417947661-1418033101-1418330372নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিরপেক্ষ সরকারের অধীনে একটি আগাম নির্বাচনের দাবিতে দলের চলমান সরকারবিরোধী আন্দোলনকে ‘মিশরের তাহরির স্কোয়ারের’ মতো রূপ দিতে চান। ওই ধরনের আন্দোলন গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে গুলশানে যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় চার ঘণ্টার মতবিনিময় শেষে খালেদা তার এই লক্ষ্যের কথা জানিয়েছেন। এতে সংগঠনটির নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের মূল্যায়ন তুলে ধরেন। বেগম জিয়া বৃহস্পতিবার রাত ১টার দিকে তার নির্দেশনামূলক বক্তব্য রাখেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে ২০১১ সালের ফেব্র“য়ারি থেকে দেশটির রাজধানী কায়রোর ঐতিহাসিক তাহরির স্কোয়ার জনসমুদ্রে রূপ নেয়। সেখানে প্রেসিডেন্টের বিরুদ্ধে লাখ লাখ মানুষের ঢল নামে। একইভাবে গত বছর থাইল্যান্ডেও ইংলাক সিনাওয়াত্রার সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়। সেখানে বিপুল সংখ্যক সরকারবিরোধী জনতা অংশ নেয়।
ওই দুটি আন্দোলনের প্রসঙ্গ টেনে খালেদা জিয়া বলেন, ‘তাহরির স্কোয়ার ও থাইল্যান্ডে মাসের পর মাস ধরে আন্দোলন চলেছে। বাংলাদেশেও এই অনৈতিক সরকারের বিরুদ্ধে তাহরির স্কোয়ারের মতো আন্দোলন গড়ে তুলতে হবে। যে কোনো মূল্যে তাদের সরাতে হবে।’

এ জন্য বিভেদ ভুলে যুবদলকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গুজবে কান দেওয়া যাবে না। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ না হলে আন্দোলন ফলপ্রসূ হবে না। নিজের ঘর ঠিক না থাকলে কাজের কাজ কিছুই হবে না। তাই আন্দোলনের ডাক আসলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
‘সরকারের দুর্নীতি’ সম্পর্কে দেশব্যাপী জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের স্ব-অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রাক্তন এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই সরকারের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবগত করতে হবে। তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থেকে দুর্নীতি করছে, এ বিষয়গুলো গ্রাম থেকে পাড়া-মহল্লায় তুলে ধরতে হবে।’
যুবদলের শীর্ষ নেতাদের কেউ কেউ তাদের বক্তব্যে সংগঠনটির নতুন কমিটি দেওয়ার দাবি জানান। বিএনপি প্রধান বলেন, ‘যুবদল আগে থেকেই একটি শক্তিশালী সংগঠন। কমিটি নিয়ে ভাবতে হবে না। সময় আসলেই নেতৃত্বে পরিবর্তন হবে।’
মতবিনিময়ে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, দক্ষিণের সভাপতি রফিকুল ইসরাম মজনু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামিদসহ রাজধানীর বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এর আগে রাত সাড়ে ৯টায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে যুবদলের ঢাকা মহানগর শাখার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে বসেন বিএনপি চেয়ারপারসন। গত বুধবার স্বেচ্ছাসেবক দল মহানগরের নেতাদের নিয়ে মতবিনিময় করেন বিএনপি প্রধান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া