adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ সংকেত পাচ্ছেন পরিবেশ পদক

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য ২০১৪ সালের জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা হানিফ সংকেত।
এছাড়া পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন এবং রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনও এ বছর এই পদক পাচ্ছেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয় ২০১৪ সালের পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে আদেশ জারি করেছে। আগামী ৫ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেবেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল পাশা।
পদকপ্রাপ্তরা ২১ ক্যারেট মানের দুই তোলা ওজনের সোনার সমপরিমাণ অর্থ এবং ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ পাবেন।
গত বছরও জাতীয় পরিবেশ পদকপ্রাপ্তদের দুই তোলা ওজনের সোনার মেডলে দেয়া হলেও গত ১৩ মে জাতীয় পরিবেশ পদক বিষয়ক জাতীয় কমিটি সোনার মেডেলের পরিবর্তে দুই তোলা ওজনের সোনার সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নেয়।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের দেয়া ক্রেস্টে যে পরিমাণ সোনা দেয়ার কথা ছিল তা দেয়া হয়নি। এই ঘটনার পর জাতীয় পরিবেশ পদকেও সোনা না দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া