adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যালন ডি ‘অর’ ফুটবলের জন্য ক্ষতিকর: মরিনহো

চেলসি কোচ হোসে মরিনহোস্পোর্টস ডেস্ক : চেলসি কোচ হোসে মরিনহো জানিয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি ‘অর’ ফুটবলের জন্য ক্ষতিকর। তিনি মনে করেন এটি পুরো দল থেকে কোন একজন ফুটবলারকে বেশি প্রাধান্য দেয়। আর এই অনৈতিক ব্যাপারটি তিনি তার দলের ভিতর চাননা। কিছুদিন আগে ইউয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি জানিয়েছিলেন ব্যালন ডি ‘অরের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো নয় এর প্রাপ্য জার্মান বিশ্বকাপ জয়ী কোন ফুটবলার। আর গতকাল প্লাতিনি এই কথার পাল্টা জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আরনচেলত্তি। তিনি জানান এই পুরস্কার একমাত্র রোনালদোরই প্রাপ্য। সেই সঙ্গে তিনি প্লাতিনিরও সমালোচনা করেন। তবে এতকিছুর পরও মরিনহো মনে করেন ক্লাব ও ফুটবলার থেকে কখনোই ব্যালন ডি ‘অর’ বড় হতে পারে না। মরিনহো বলেন, ব্যালন ডি ‘অর’ এর মতো ট্রফি ফুটবলের জন্য ক্ষতিকর। আর আমি এই ব্যাপারটিকে এড়িয়ে চলি। রিয়াল ও ইন্টারের সাবেক কোচ আরো বলেন, আমরা সাময়িক সময়ের জন্য কয়েকজন ফুটবলারের দিয়ে তাকিয়ে থাকি। আর এর কারণে অন্যরা থাকে বঞ্চিত। আর আমি আমার ক্লাবে এটি চাই না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া