adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢুসকাণ্ডে ব্রাজিলের খেলোয়াড়ের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত ব্রান্ডাওস্পোর্টস ডেস্ক : গেল আগস্টে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে বাস্তিয়ার মুখোমুখি হয়েছিল পিএসজি (প্যারিস সেইন্ট-জার্মেই)। লুকাস ও এডিনসন কাভানির গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল পিএসজি। 
মাঠে বাস্তিয়ার ব্রাজিলের ফরোয়ার্ড ব্রান্ডাও ও পিএসজির খেলোয়াড় থিয়াগো মোত্তার মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন ব্রান্ডাও বলেছিলেন- ম্যাচ শেষে তার জন্য অপেক্ষা করবেন। কথামতো ঠিকই টানেলে অপেক্ষা করছিলেন তিনি। পিএসজির ব্রাজিলের বংশোদ্ভূত ইতালির ডিফেন্ডার থিয়াগো মোত্তা পাশ দিয়ে যেতেই তাকে সজোরে ঢুস মারেন ব্রান্ডাও। এতে মোত্তার নাক ফেটে যায়। এরপর অঝোরে রক্ত ঝরতে শুরু করে।

এই ঘটনার তদন্ত শেষে ব্রাজিলের ব্রান্ডাওকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। 
তবে ব্রান্ডাওকে কারাবাস করতে নাও হতে পারে। তার পরিবর্তে কমিউনিটি সার্ভিস করতে হবে। সেটা যদি তিনি না করেন তাহলে কারাগারে যেতে হবে।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া