adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনা-মোদি বৈঠক আজ বিকালে

ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কমনিজস্ব প্রতিবেদক : আজ ২৬ নভেম্বর বুধবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পর নেপালের স্থানীয় সময় বিকেল সোয়া তিনটায় কাঠমান্ডুতে হোটেল সলটিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে মোদির প্রথম বৈঠকটি হয়েছিল। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
হোটেল সলটিতে নরেন্দ্র মোদি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টা ৫০মিনিটে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ৪টা ৪০ মিনিটে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং ৫টায় মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
সন্ধ্যায় সার্ক নেতাদের সম্মানে নেপালের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার বিকেলে কাঠমান্ডু পৌঁছান শেখ হাসিনা। একই দিন দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কাঠমান্ডু পৌঁছান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া