adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুৎ বন্ধ, ফ্লাড লাইটে আলো নেই, আকাশে মেঘ

Asia Cup-2016 logo 2জহির ভূইয়া ঃ সন্ধ্যায় ফাইনাল ম্যাচ শুরু হবে। রৌদেলা বিকেল। তেমন কোন সমস্যা কারও চোঁখে পড়েনি। কিন্তু শেষ বিকেলে আকাশ মুখ কালো করতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের মেঘ বৃস্টি হয়ে মিরপুর স্টেডিয়ামের উইকেট আর গ্যালারিতে আঘাত করে। আশংকা ছিল যে টি২০ এশিয়া কাপের ফাইনাল সময় মতো শুরু হবে কি-না! সেটা আর সম্ভব হল না। ৬টা ২০ মিনিট থেকে ৬টা ৪০ পর্যন্ত অন্ধকাওে ডুবে ছিল স্টেডিয়াম। মাঝে একবার আলোর ঝলকাঁনি দিয়েছিল। তারপর আবারও অন্ধকাওে ডুবে যায় সব। তবে বৃস্টিও আশংকাং আগে ভাগেই মিরপুরের উইকেট পিচ কাভার দিয়ে ঢেকে রাখা ছিল। কিন্ত আউট ফিল্ড ভিজে গেছে।

এর সঙ্গে যোগ হয়েছে অন্ধকারময় পরিবেশ। ৬টা ২০ মিনিটে পুরোপুরি অন্ধকারে ঢেকে যায় মিরপুর স্টেডিয়াম। কারন ফ্লাড লাইট গুলো বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবাহ না থাকায়। শুধু বিসিবির প্রধান কার্যালয় আর প্রেসবক্স আলোকিত ছিল বিশেষ ব্যবস্থায়। কখন খেলা শুরু হবে কেউ জানে না। কারন ৬টা ৩৫ মিনিটেও বিদ্যুৎ সরবাহ স্বাভাবিক হয়নি।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া