adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ২৯৭/৬, এবার জিম্বাবুয়ের পালা

হুমায়ুন সম্রাট,মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে জয়ের জন্য ২৯৮ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নামে দুই অধিনায়ক। মুদ্রা নিক্ষেপ ভাগ্যে জয় লাভ করেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগম্বুরা। সিদ্ধান্ত নেন প্রথমে ফিল্ডিং করার। যেহেতু ডে-নাইট ম্যাচ তাই শিশিরের কথা মাথায় রেখেই সফরকারীদের এই সিদ্ধান্ত। তাছাড়া, সিরিজে টিকে থাকতে হলে জিম্বাবুয়েকে আজকের এই তৃতীয় ম্যাচ জিততেই হবে। তা না হলে মাশরাফী বাহিনী দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করবে। কারণ চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছেআগেই টাইগাররা।
বাংলাদেশের পক্ষে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন তামিম ইকবাল ও এনামুল হক। দু’জনই শুরুটা করেন বেশ ভালো ভাবে। এই দুই ব্যাটসম্যান প্রথম উইকেট জুটিতে দলীয় খাতায় যোগ করেন ১২১ রান। ব্যক্তিগত ৪০রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এই ৪০ রান করতে তিনি বল খেলেন ৬০টি। তামিম ৪০রান করে আউট হলেও ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় অর্ধশতক রান পূর্ন করেন এনামুল হক। এগিয়ে যাচ্ছিলেন ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরীর দিকে। কিন্তু অধৈর্য হয়ে পড়েন তিনি। ৯৫ রানের মাথায় বাজে শট খেলে ডিপ মিডউইকেটে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলনে পেরেন এনামুল। দলীয়  রান তখন ৩উইকেটে ১৬৭রান। এনামুল আউট হওয়ার আগে দলীয় ১৬০ রানের সময় ১৫রান করে আউট হন মমিনুল হক। এরপর ৪র্থ উইকেট জুটিতে হাত খুলে খেলতে থাকেন সাকিব ও মুশফিক। এর দুটি কারন এক দলীয় রান বাড়ানো এবং সাকিব এর ব্যক্তিগত ৪হাজার রান পূর্ন করা। ৪হাজার রান পূর্ন করতে পারলে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে এই রেকর্ডের মালিক হবেন সাকিব। কিন্তু সেই অস্থিরতা। ৪০ রান করে আউট হলেন সাকিব। ফলে ৪হাজার রানের রেকর্ড পূর্ন করার জন্য ২৪ রানের অপেক্ষা বাড়লো সাকিব ও তার ভক্তদের। তিনি যখন আউটন হন তখন দলীয় রান ৪৩ওভার দুই বলে ২৩৯রান। পানিয়াঙ্গারার একই ওভারের শেষ বলে দলীয় ২৪৪রানের সময় ৩৩রান করে আউট হন মুশফিকুর রহিম।  শেষ পর্যন্ত সাব্বিরের ২২রান, মাহমুদুল্লাহর অপরাজিত ৩৩রানের সুবাদে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৯৭রান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া