adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়েদুল কাদের বললেন – শুধু ভাষণ দিয়ে উন্নয়ন হয় না

ডেস্ক রিপোর্ট : যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু ভাষণ দিয়েই দেশের উন্নয়ন সম্ভব নয়। একমাত্র বর্তমান সরকারই কথায় নয়, কাজে প্রমাণ দিচ্ছে।
তিনি বলেন, ক্ষমতায় তো অনেক সরকারই এসেছে। কিন্তু দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য পদ্মা সেতুর কাজ শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন এ সরকারই সবচেয়ে দক্ষ সরকার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে।
শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষের ক্ষমতা চিরদিন থাকে না। যতদিন ক্ষমতায় থাকবো, ততদিন দেশের মানুষের জন্য কাজ করে যাবো। পদ্মা সেতু এখন আর কোন রঙিন স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বলে অভিমত প্রকাশ করেন তিনি।  
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়ালের সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা ইরাদ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুল হাকিম হাওলাদার ও প্রভাষক নিগার সুলতান প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া